Home » Hidden Camera : মেডিকেল কলেজে পড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা! গ্রেফতার ১

Hidden Camera : মেডিকেল কলেজে পড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা! গ্রেফতার ১

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: শহর হলদিয়ার  বন বিষ্ণুপুর বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলাদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা লাগানো নিয়ে অভিযোগ দায়ের হল ভবানীপুর থানায়। পড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা  রাখার ঘটনায় হলদিয়াতে গ্রেফতার এক। অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত। পূর্ব মেদিনীপুরের শিক্ষার শহর হলদিয়া।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Hidden Camera
নিজস্ব চিত্র

হলদিয়ার মেডিকেল কলেজে রাজ্য এবং ভিন রাজ্যের বহু ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য আসেন এবং তারই সঙ্গে যুক্ত বি.সি. রায় হাসপাতাল (B.C.Roy Hospital)। হলদিয়ার  বেসরকারি  চিকিৎসা সংস্থার  পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা? গোপন  ক্যামেরা লাগানো নিয়ে অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসল প্রশাসন। ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে পড়াশোনার জন্য আসছেন আর তাদের ঘরে পোশাক পরিবর্তনের জায়গাতে গোপন ক্যামেরা, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Hidden Camera

ভবানীপুর থানায় অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ সুরজিৎ ধাড়া নামের এক যুবককে গ্রেফতার করে।  সুরজিৎ ধাড়া ওই হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী । ভবানীপুর থানায় সুরজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ও ক্যামেরাটি উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সুরজিৎ ধাড়াকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুরজিৎ এর বাড়ি হলদিয়া থানার রায় রাঞ্যায়চক এলাকায়। আই পি সি ৩৪৫ সি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা আদায় করে ধৃতকে হলদিয়া আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের

হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে বলেন, “একটি বেসরকারি চিকিৎসা সংস্থার পোশাক পরিবর্তনের রুমে এই যুবক স্পাই ক্যামরা লাগিয়ে রেখেছিল বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে । আর কারা কারা যুক্ত এই ঘটনায় তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ক্যামেরাটি উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে।” আগামী ১০ ডিসেম্বর তার সিডি আদালতে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অভিযুক্তের আইনজীবী বিপ্লব জানা।

আরও পড়ুন : আলো না জ্বালিয়েই ছুটছে টোটো, “পুলিশ কিছু বলেনি” দাবি টোটো চালকের

আরও পড়ুন : জঙ্গলমহলে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামে বিজয় মেলার প্রস্তুতি বৈঠক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Hidden Camera

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.