Home » ফের প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ফের প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি:আইএমডি এর পূর্বাভাস মতোই উত্তর এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে প্রবল তাপপ্রবাহ চলছিল সমগ্র উত্তর এবং মধ্য ভারত জুড়ে। সেই তাপপ্রবাহ থেকেই সাময়িক স্বস্তি মিলল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হাওয়া অফিস জানিয়েছে,আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে জুড়েই।দক্ষিণবঙ্গের  8জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া হুগলি ,নদিয়া ,মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে বিকেল বা সন্ধের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বিকেল বা সন্ধের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ঝড়ো হাওয়া বইবে ৷সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘন্টা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান-নিকোবর ছাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের অধিকাংশ জুড়ে অবস্থান করছে।আগামী ৪৮ ঘণ্টায় মালদ্বীপ ও কমোরিন এলাকা অতিক্রম করবে এই মৌসুমী বায়ু।মৌসুমী বায়ু আন্দামান-নিকোবর ছাড়িয়ে শ্রীলঙ্কা পেরিয়ে পয়লা জুনের মধ্যেই ঢুকে পড়বে মূল ভারতের ভূখণ্ডে। মৌসুমী বায়ু সক্রিয় তার কারণ হিসেবে আবহাওয়াবিদরা লক্ষ্য করছেন দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের টানেই বর্ষা ঢুকে পড়বে মূল ভারতের ভূখণ্ড কেরলে।পয়লা জুন নির্ধারিত সময়ের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কেরলে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গে ও দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.