Home » হলদিয়া বন্দরে করোনা মোকাবেলায় এল কিলিং মেশিন

হলদিয়া বন্দরে করোনা মোকাবেলায় এল কিলিং মেশিন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : করোনা মোকাবিলায় হলদিয়া বন্দরে এল ভাইরাস কিলিং মেশিন। আলট্রাভায়োলেট স্ক্যানারের মাধ্যমে অফিসের ফাইল ও কাগজপত্র জীবাণুমুক্ত করার জন্য এই মেশিন ব্যবহার শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জেনারল ম্যানেজার(প্রশাসন) প্রবীণকুমার দাস জানান, করোনার জন্য ১০টি ভাইরাস কিলিং মেশিন আনা হয়েছে বন্দরে। দশটি বিভিন্ন ডিভিশনের অফিসে এগুলি বসানো হয়েছে। এগুলির এক একটির দাম ৮০হাজার টাকা। এছাড়াও আধিকারিকদের ব্যবহারের জন্য আলট্রা ভায়োলেট ব্যাগ আনা হয়েছে। করোনা মোকাবিলায় জানুয়ারি মাসের শেষ থেকে নানা ধরনের পদক্ষেপ করেছে। হলদিয়া বন্দরের সঙ্গে চিন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সিংহভাগ বাণিজ্যিক লেনদেন হয়। সেকারণে, চিনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের নির্দেশে হলদিয়া বন্দরে প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু হয়। চিনা নাবিক সহ অন্যান্য নাবিকদের জাহাজ থেকে ডকের মাটিতে মাটিতে নামার উপর নিষেধাজ্ঞা জারি হয়। সেই নিষেধাজ্ঞা এখনও রয়েছে। সম্প্রতি বন্দরের চার কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্থায়ী অস্থায়ী শ্রমিক কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে। বন্দরের অফিসগুলিতে আপাতত বাইরের লোকজনের ঢোকার উপর নিষেধাজ্ঞা রয়েছে। করোনা আবহে ই-অফিস চালানো এবং আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং এ গুরুত্ব দিচ্ছে বন্দর। অফিসে ফাইল লেনদেন সুরক্ষিত করতে প্রায় ৮লক্ষ টাকা ব্যয়ে আনা হল ভাইরাস কিলিং মেশিন। এই মেশিনের আলট্রাভায়োলেট চেম্বারে কাগজপত্র রাখলে ১মিনিট থেকে ১৫মিনিটের মধ্যে জীবাণুমুক্ত হবে। কলকাতা হলদিয়া বন্দর মিলিয়ে এধরনের ২০টি মেশিন কেনা হয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.