Hair donation for cancer patients before their birthday by Adrita
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের মাথার চুল দান করল আদৃতা মল্লিক। মেদিনীপুর শহরের একটি বেসরকারী স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সে। আগামী ১৮ এপ্রিল তার জন্মদিন। সেই উপলক্ষ্যেই চুল দান বলে জানায় আদৃতা ও তার পরিবার। ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে এই কাজটি করে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালতের দুই আইনজীবি সহ ৫ জন ল-ক্লার্ককে নোটিস ধরাল CBI
আরও পড়ুন:- হলদিয়ায় লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ! বিক্ষোভ আমানতকারীদের
নিয়ম মেনে নিজের চুল কেটে বৃহস্পতিবার কুরিয়ার করে পাঠিয়ে দেয় ‘মদত’ ট্রাস্টের কাছে। যেসব ক্যান্সার রোগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। আদৃতা এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের তেরো ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠিয়েছে। আদৃতা বাবা-মায়ের সাথে মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক সংলগ্ন এলাকায় ফ্লাটে থাকেন। বাবা জয়ন্ত মল্লিক পেশায় ঠিকাদার এবং মা সুচন্দ্রা মল্লিক একজন গৃহবধূ।
Hair Donation
আরও পড়ুন:- ঝাড়গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার শিক্ষকের পেনশন বন্ধ! ডেপুটেশন
আদৃতা জানায়, ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে খুশি। পাশাপাশি অন্যদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মেয়ের এহেন কাজে খুশি মা, বাবা সহ আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা। ছাত্রীর এই কাজে খুশি স্কুল কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য, এই জন্মদিনকে সামনে রেখে মল্লিক পরিবারের উদ্যোগে এবং মেদিনীপুর ছাত্র সমাজের সহযোগিতায় রক্তদান শিবিরও হবে ১৭ এপ্রিল।
আরও পড়ুন:- বেতন বৈষম্যের বিরুদ্ধে মেদিনীপুর হাসপাতালে বিক্ষোভ নার্সেস ইউনিটির
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Hair Donation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore