Home » Ghatal : ঘাটালের ইড়পালার ঘটনায় বিজেপি বিধায়ক সহ মোট ৩৪ জন বিজেপি নেতা কর্মীর নামে মামলা রুজু পুলিশের

Ghatal : ঘাটালের ইড়পালার ঘটনায় বিজেপি বিধায়ক সহ মোট ৩৪ জন বিজেপি নেতা কর্মীর নামে মামলা রুজু পুলিশের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বুধবার ইড়পালায় তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজিকে মারধর, পুলিশের গাড়ির কাঁচভাঁঙা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনায় ঘাটাল বিজেপি বিধায়ক সহ মোট ৩৪ জন বিজেপি নেতা কর্মীর নামে জামিন অযোগ্য ধারা সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করলো পুলিশ। ধারাগুলির মধ্যে রয়েছে ৩৪১- কোনো ব্যক্তিকে আটক করে রাখা, ৩২৩-মারধর করা, ৩২৫ জোরালো বস্তু দিয়ে আঘাত করা, ৩০৭- অ্যাটেমপ্ট টু মার্ডার অর্থাৎ প্রানে মেরে ফেলার চেষ্টা, ১৮৬- সরকারি কর্মীকে তাঁর কাজে বাধা দেওয়া, ৩৩২ ঘরের ভেতরে ঢুকে মারধরের চেষ্টা, ৩৫৩-সরকারি কর্মীকে হেনস্থা করা, ৪২৭-সরকারি সম্পদ ভাংচুর ও নষ্ট করা সহ আরও কয়েকটি গুরতর ধারা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal
নিজস্ব চিত্র

বিধায়কের পাশাপাশি এফ.আই.আর কপিতে নাম রয়েছে বিজেপির উত্তর মন্ডলের সভাপতি অলকেশ মাইতি, ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উত্তম ষাঠ, ইড়পালার অসিত দোলই, অমিত কোটাল, সুকুমার ঘোষ, সাহেব গায়েন, তাপন দোলই সহ ইড়পালা, যদুপুর, জয়কুন্ডু, খাসবাড় গোবিন্দপুর, নারায়নচক, কুরান, লক্ষনপুর, সুলতানপুর, সোয়াই গ্রাম মিলিয়ে মোট ৩৪ জনের নাম। গতকালই তৃণমূলের পক্ষ থেকে মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয় ঘাটাল থানায়। তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করেন তৃণমূলের ব্লক কমিটির সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডল। প্রাথমিকভাবে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে গতকাল পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি বলে জানা গিয়েছে। বুধবার ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন নিয়ে মার মুখি হয়ে পড়ে তৃণমূল বিজেপি। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে হাজির হয় এলাকার ও পার্শবর্তী এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। ঘাটাল থেকে হাজির হন তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজি সহ একাধিক তৃণমূল নেতা। পোঁছান ঘাটালের বিধায়ক। পঞ্চায়েত অফিসের মধ্যে উপ সমিতি গঠন প্রক্রিয়া চলাকালীন কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় সবুজ ও গেরুয়া শিবিরের বাকবিতন্ডা। অভিযোগ সেই সময় ঘটনাস্থলে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজির উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোর আগে শতাধিক হাতির তাণ্ডব মেদিনীপুর সদরে

আরও পড়ুন : মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান

উত্তেজিত হয়ে তাঁকে মারধর করার ঘটনা ঘটে। পুলিশের গাড়ির উপরেই ঢিল ছোঁড়া হয়, পুলিশের গাড়ির হেডলাইট ভেঁঙে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। ঘটনার পর থেকেই ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিলীপ মাজি। এই ঘটনায় বিধায়ক সহ মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঘাটাল থানার পুলিশ। পাশাপাশি সেদিনই বিজেপির প্রধানকে মারধরের অভিযোগ তোলা হয় বিজেপির তরফে। তিনিও বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা প্রধানকে হেনস্থা ও মারধরে তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। মোটের উপর সব মিলিয়ে ঘাটালের রাজনীতি এখন সরগরম পরিস্থিতি।

আরও পড়ুন : মেদিনীপুর কলেজ রোডে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট দোকানের ৩ কর্মী, মৃত এক

আরও পড়ুন : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.