Home » Jhargram Queen : ৯৯ বছরে প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন রানি রূপমঞ্জরী দেবী

Jhargram Queen : ৯৯ বছরে প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন রানি রূপমঞ্জরী দেবী

by Biplabi Sabyasachi
0 comments

Jhargram Queen : প্রয়াত ঝাড়গ্রামের পূর্বতন রানি রূপমঞ্জরী দেবী ৷ শনিবার (২৮ মে)বিকেল ৪.৩০ মিনিট নাগাদ কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মল্লদেব রাজবংশের রানি রূপমঞ্জরী দেবী । ঝাড়গ্রামের ১৬ তম রাজা নরসিংহ মল্লদেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন রানি রূপমঞ্জরী দেবী ৷


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রয়াত ঝাড়গ্রামের পূর্বতন রানি রূপমঞ্জরী দেবী ৷ শনিবার (২৮ মে)বিকেল ৪.৩০ মিনিট নাগাদ কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মল্লদেব রাজবংশের রানি রূপমঞ্জরী দেবী । মৃত্যুকালে বয়স হয়েছিল 99 বছর ৷ ঝাড়গ্রামের ১৬ তম রাজা নরসিংহ মল্লদেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন রানি রূপমঞ্জরী দেবী ৷

আরও পড়ুন : ৩২৮ জন দৌড়বিদদের নিয়ে মেদিনীপুরে অনুষ্ঠিত হল নাইট ম্যারাথন

Jhargram Queen
নিজস্ব চিত্র

বার্ধক্যজনিত কারণেই ঝাড়গ্রামের রানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য জয়দ্বীপ মল্লদেব ঠাকুমাকে হারিয়ে শোকস্তব্ধ ৷ রাজা নরসিংহ মল্লদেব ১৯৩০ উড়িষ্যার ময়ূরভঞ্জের রাজা লাল সাহেব গিরিশচন্দ্র ভুঞ্জ দেব-এর কন্যা বিনোদ মঞ্জুরি দেবীকে বিবাহ করেন । রাজার প্রথম পক্ষের দুই সন্তান যুবরাজ বীরেন্দ্র বিজয়মল্ল দেব এবং রাজকুমারী সাবিত্রী দেবী ৷

আরও পড়ুন : রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরে ভাঙা হল লেনিনের মূর্তি, সোচ্চার বাম কর্মীরা

Jhargram Queen
রুপমঞ্জরী দেবী

১৯৪৪ সালে বিনোদ মঞ্জুরি দেবীর মৃত্যুর পর রূপমঞ্জরী দেবীকে বিবাহ করেন রাজা নরসিংহ মল্লদেব ৷ রাজার দ্বিতীয়পক্ষের দুই কন্যা সন্তান ৷ রাজকুমারী গায়ত্রী দেবী এবং রাজকুমারী জয়শ্রী দেবী ৷ ১১ নভেম্বর, ১৯৭৬ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা নরসিংহ মল্লদেব ।

আরও পড়ুন : মহকুমাশাসকের তত্ত্বাবধানে অবশেষে জেনারেটার বসল পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে

রানী রূপমঞ্জরী দেবী কলকাতায় থাকলেও পারিবারিক অনুষ্ঠান কাজে ঝাড়গ্রামে আসতেন। গত দশ দিন ধরে তিনি বয়সজনিত অসুখে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে কোমায় চলে গেলেও সেখান থেকে জ্ঞান ফিরেছিল। তারপর দ্বিতীয়বার ফের কোমায় চলে যাওয়ার পর এদিন বিকেল সাড়ে চারটায় প্রয়াত হন। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Jhargram Queen

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.