ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হুলা টিমের সদস্যরা লিখিত জানালে বিবেচনা করা হবে তাদের দাবি। পশ্চিম মেদিনীপুর জেলাস্তরীয় বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি আরও বলেন, যাদের হাতির হানায় মৃত্যু হয়েছে তাদের পরিবারে চাকরির সমস্ত কাগজপত্র তৈরি করা হচ্ছে, খুব শীঘ্রই তারা চাকরি পাবেন। বৃহস্পতিবার জেলার শালবনী উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল বনদপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শোভাযাত্রায় ট্যাবলোর সূচনা করেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, মুখ্য বনপাল (পশ্চিম) অশোক প্রতাপ সিং, মেদিনীপুর, খড়্গপুর, রূপনারায়ণ, ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও সহ অন্যান্য বনাধিকারিকরা। পরে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন মন্ত্রী ও বনাধিকারিকরা। শ্রীকান্ত মাহাত বলেন, “গাছের গুরুত্ব কতটা তা মানুষ করোনার সময় ভালোভাবে উপলব্ধি করেছেন।
Forest Festival
ফলে এখন যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে গাছের গুরুত্ব সম্পর্কে আরও সজাগ করে তুলতে হবে। এলাকায় গাছ লাগানো এবং তাকে রক্ষার জন্য দায়িত্ব নিতে হবে সকল মানুষদের।” সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় হুলা টিমের দুই সদস্যের মৃত্যুর পর কাজে অনীহা দেখা দিয়েছে একাধিক হুলা টিমের। যার জেরে ফাঁপরে পড়েছে বনদপ্তর। তারা একাধিক দাবি জানিয়েছে ঝাড়গ্রাম ডিএফও অফিসে। সেই বিষয়ে প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, “হুলা টিমের কোন দাবি আমার কাছে লিখিতভাবে পৌঁছায়নি।
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
তবে শুনেছি তারা কাজে যেতে অনীহা। বেশ কিছু দাবি রেখেছেন। কিছু দাবি তাদের যুক্তিপূর্ণ। তারা আমাকে লিখিত জানালে বিষয়টি আলোচনা করা হবে বনদপ্তরের সঙ্গে।” পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় একাধিক মৃত্যুতে আতঙ্ক এলাকাবাসী। বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বীরবাহা হাঁসদা বলেন, “বনদপ্তরের লোকজন রাত জেগে কাজ করছেন।
তারা বিভিন্নভাবে সতর্কবার্তা দিচ্ছেন। আমাদেরকেও তাদের সেই বার্তা অনুযায়ী চলতে হবে। তাহলে অনেকটাই এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।” পাশাপাশি তিনি বলেন, “যাদের হাতির হানায় মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি চাকরির বন্দোবস্ত রয়েছে। তাদের সমস্ত কাগজপত্র তৈরি করা হচ্ছে।” যারা এখনো চাকরি পায়নি তাদের জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি জানিয়েছেন।
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হুলা টিমের দুই সদস্যের, জখম এক
আরও পড়ুন : কেশপুরে জয়ী অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Festival
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper