প্রত্রিকা প্রতিনিধিঃ আগামীকাল, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সহ প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে । দিন কয়েক আগে ঘোষণা হয়েছে নির্বাচনের তারিখ। ৮ দফা ভোটের প্রথম দফায় মোট ২৭ মার্চ সেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে মঙ্গলবার। আর সেই দিন থেকেই প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করতে পারবেন। সম্ভাবতই চূড়ান্ত ব্যবস্থা সব রাজনৈতিক দলগুলি যেমন ব্যস্ত তেমনই নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন। প্রথম দফায় পশ্চিম মেদনীপুর মেদিনীপুর, শালবনী গরবেতা , খড়গপুর , কেশিয়াড়ী ও দাঁতন বিধানসভার ভোট। এই ৬টি আসনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২ মার্চ ।
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পরীক্ষা ৯ মার্চ। মনোনয়ন পরীক্ষা ১০ মার্চ । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। এই জেলাতেই দ্বিতীয় পর্যায়ে ভোট হবে ২ এপ্রিল। এই দ্বিতীয় পর্যায়ে খড়গপুর সদর, নারায়ণগড় , সবং, পিংলা, ঘাটাল, চন্দ্রকোনা ও কেশপুর। এই দ্বিতীয় পর্বের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৫ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ মার্চ। মনোনয়ন পরীক্ষা হবে ১৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ মার্চ। জেলার ১৫ টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪টি এসি,ডিসি সেন্টার তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে মেদিনীপুর কলেজ, কলেজিয়েট স্কুল, ঘাটাল কলেজ এবং খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়। মনোনয়ন জমা দেওয়া যাবে প্রত্যেক মহকুমাশাসকের অফিসে। তাই মহকুমা শাসকের অফিসের সামনে নিরাপত্তা বলয় আটক করার কাজ চলছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। ওই ব্যারিকেডের ভেতরে প্রার্থী ছাড়া তার সঙ্গে দুজন অর্থাৎ প্রস্তাবক ও সমর্থন যেতে পারবেন। নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই জেলা নির্বাচনী কার্যালয় কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে।