বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এবার পুলিশের গাড়িতে হামলা চালালো দাঁতাল হাতি। উল্টে দিল গাড়ি। গাড়ি থেকে নেমে কোনরকমে পালিয়ে প্রাণ বাঁচালেন পুলিশ কর্মীরা। ঘটনাটি সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়। জানা গিয়েছে, নিত্যদিনের মতোই গাড়ি নিয়ে টহলে বেরিয়েছিলেন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির এক অফিসার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। রাত প্রায় দুটো নাগাদ কলসিভাঙ্গা থেকে গড়মাল রাস্তায় যাওয়ার সময় কদমডিহা এলাকায় একটি হাতি হঠাৎ গাড়ির সামনে চলে আসে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : দুই গাড়ির সংঘর্ষে দাউ দাউ করে জ্বলছে আগুন, পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা
গাড়ি লক্ষ্য করেই হাতিটি এগিয়ে আসে। গাড়ি থেকে নেমে কোনোরকমে পালিয়ে প্রাণ বাঁচান ওই অফিসার সহ অন্যান্য পুলিশকর্মীরা। হাতিটি গাড়িটিতে খাবারের খোঁজে চালিয়ে শুঁড় দিয়ে উল্টে দেয়। ততক্ষণে গ্রামের অন্যান্য মানুষজন বাইরে বেরিয়ে আসেন। পরে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠায়।

গাড়িতে থাকা ওই অফিসার মিলন পাত্র বলেন, “আমরা ওই পথে ডিউটিতে ছিলাম। সেই সময় হাতিটি হঠাৎ সামনে চলে আসে। আমরা গাড়ি থেকে নেমে পাশের বাড়িতে চলে যায়। হাতিটি গাড়িটি উল্টে দেয়। আমাদের কোন ক্ষতি না হলেও গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে।” ঘটনার কথা মানছেন ভাদুতলা রেঞ্জ আধিকারিক শুভাশিস চৌধুরী। তিনি বলেন, “ওই এলাকায় একটি দলছুট হাতি ছিল। জঙ্গল ছেড়ে রাস্তায় চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
Biplabi Sabyasachi Largest Bengali Newspape