ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লাগাতার জঙ্গলমহলে হাতির হানায় মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মেদিনীপুর, খড়্গপুর বনবিভাগের পর এবার ঝাড়গ্রাম বনবিভাগে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি সোমবার ঝাড়গ্রাম জেলার বালিভাষা এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌর পাল (৫৯)। বাড়ি ডিহিবাদিনা গ্রামে। সোমবার বিকেলে বালিভাষার বাঁকাভুরকুন্ডা জঙ্গলে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
খবর যায় বনদপ্তর ও পুলিশে। পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাতির হানাতেই মৃত্যু হয়েছে বলে মানছেন মানিকপাড়া রেঞ্জ আধিকারিক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌরবাবু সকালে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে গিয়েছিলেন ছাগলের জন্য ডালপালা আনতে। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মনে করেছিলেন সোমবারের বালিভাষার হাটে হয়তো রয়েছেন। বিকেলে জঙ্গলের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন।
Elephant Attack
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
বনদপ্তর থেকে জানা গিয়েছে, ওই জঙ্গলে দুটি হাতি রয়েছে। সেই হাতির হানায় মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ওই দুটি হাতির হানায় গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তারপর এদিন ঝাড়গ্রামে ফের ওই হাতির হানায় মৃত্যু। মেদিনীপুর, খড়্গপুর এবং ঝাড়গ্রাম বনবিভাগে কয়েকদিনের মধ্যে চারজনের মৃত্যু ঘটেছে। যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে। তবে চিন্তায় ফেলেছে বনদপ্তরকে রেসিডেন্সিয়াল হাতির গতিবিধি নিয়ে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper