Elephant again enter Gopegarh Eco park, ranger injured while tranquilizing, tourists kept in watch tower.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের প্রবেশ করল দলছুট একটি হাতি। তাকে ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে আহত হলেন রেঞ্জার পাপন মহান্ত। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে হিংস্র হাতিকে শান্ত করতে হিমশিম বনদপ্তর। সকালে পার্কে প্রবেশ করা পর্যটকদের নিরাপদে ওয়াজ টাওয়ারে রাখলেন বনকর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার দল বিচ্ছিন্ন একটি হাতি সকাল দশটা নাগাদ খড়্গপুরের দিক থেকে ঢুকে পড়ে গোপগড় ইকোপার্কে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কয়েকদিনে খড়্গপুর ও মেদিনীপুরে একাধিক মৃত্যু ও আহতর ঘটনা ঘটেছে হাতির হানায়। স্থানীয়দের দাবি পার্কে প্রবেশ করা হাতিটির হানায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাকে ট্রাঙ্কুলাইজ করতে হাজির হয়েছিল বনদপ্তরের কর্মীরা। ওই সময় নেতৃত্বে ছিলেন মেদিনীপুর রেঞ্জের রেঞ্জার পাপন মহান্ত নিজে। ঘুম পাড়ানি গুলি ছোঁড়ার আগে হঠাৎ হাতিটি তার দিক লক্ষ্য করে দৌড়ে যায়। দ্রুত পালাতে গিয়ে জঙ্গলের মোরামে পা পিছলে পড়ে যান পাপন মহান্ত। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি। ওই সময় হাতিটিও তার দিকে তেড়ে যাওয়ার সময় মোরামে পিছলে পড়ে যায়।
Elephant in Gopegarh Park
হাতিটি উঠে ফের আক্রমণ করার আগে অন্যান্য বনকর্মীরা হুলা নিয়ে হাজির হয়। তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় খানিকটা আতঙ্কের পরিবেশ হলেও ট্রাঙ্কুলাইজার টিম কাজ অব্যাহত রেখেছে। অন্যদিকে অন্যান্য দিনের মতো পার্কে ঢুকেছিলেন বহু মানুষ। তারপর উন্মত্ত হাতি প্রবেশ করে যাওয়াই আতঙ্কে বের হতে পারেননি। বনদপ্তরের পক্ষ থেকে সকলকেই ওয়াচ টাওয়ারে তুলে দেওয়া হয়। দিনভর সেখানে তারা কুক্ষিগত রইলেন। আতঙ্কের মধ্যেই কাটাতে হলো তাদেরও।
আরও পড়ুন : বন ও বন্যপ্রাণ সংরক্ষণে বিদ্যালয়ে শিবির, পাঠক্রমে অন্তর্ভুক্তের দাবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant in Gopegarh Park
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper