Durga Puja
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনার জেরে বিভিন্ন বিধিনিষেধের কারণে এবারেও দুর্গা পুজোর কমিটিগুলি তাদের বাজেটে কাটছাঁট করেছে। যার ধাক্কা পড়েছে প্রতিমা শিল্পীদের মধ্যে। পুজো আর মাত্র ৪০ দিনের মতো বাকি। বিভিন্ন পুজো কমিটিতে মন্ডপ নির্মাণের খুঁটি পুজো হয়ে গিয়েছে। প্রতিমা শিল্পীরাও বরাত পেয়ে গিয়েছেন। তবে অন্যান্য বছরের মতো এবার বড় বাজেটের প্রতিমা গড়ছে না সিংহভাগ পুজো কমিটি। ছোট ছোট মন্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে ছোট প্রতিমায় বরাত দিচ্ছেন পুজো কমিটিগুলি। আর এক্ষেত্রে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। শিল্পীদের বক্তব্য, এমনিতেই খড়, বাঁশ, অলংকার, বিভিন্ন জিনিসপত্র সহ মিস্ত্রীর দাম অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন:- ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের ছাত্রী
সেই হারে প্রতিমার দাম বাড়ানো যাচ্ছে না। কারণ পুজো কমিটিগুলি প্রতিমার জন্য বাজেট কমিয়ে দিয়েছে। শহর সংলগ্ন খয়েরুল্লাচকের মৃৎশিল্পী সুভাষ কর্মকার বলেন, প্রতিবার ১৫ টা প্রতিমার বরাদ্দ পায়। এবারও সেই সংখ্যায় বরাত পেয়েছি। তবে বাজেট অনেক কম টাকার। ছোট প্রতিমার বরাত পাওয়ায় মিস্ত্রী, শ্রমিক লাগিয়ে তাতে লাভের মুখ দেখা সম্ভব নয়। চিড়িমারসাই এলাকার মৃৎশিল্পী অমিত মাহিন্দার বলেন, করোনার জন্য প্রতিমা শিল্পের ক্ষতি গত বছর যেমন হয়েছে এবারও সেরকম ক্ষতির মুখে। পুজো কমিটিগুলি বড় বাজেটের প্রতিমার বরাত দিচ্ছে না। ফলে লাভ হবে কি করে। তবে পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তার উপর যখন তখন বৃষ্টি হচ্ছে। তাই পুজোর আগে এই সময়টা প্রতিটি প্রতিমা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।
আরও পড়ুন:- যাত্রীদের কাছ থেকে ‘ইচ্ছেমতো’ বাসভাড়া নেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- দীঘা-শৌলা মেরিন ড্রাইভের কাজ শেষের পথে, খুশি ব্যবাসায়ীরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Durga Puja
Web Desk, Biplabi Sabyasachi online paper: Due to various restrictions of Corona, Durga Pujo committees have cut their budgets again. Which has hit the idol artists. Pujo has only 40 days left. The pillars of mandapa construction have become pujo in various pujo committees. Idol artists have also been quoted. However, like other years, the lion’s share of the Pujo Committee is not building a big budget idol this time. In keeping with the small mandapa, the pujo committees are quoting small idols. And in this case the idol artists with their hands on their heads. According to the artists, the prices of hay, bamboo, ornaments, various items and masons have gone up a lot.
The price of the idol is not going to increase at that rate. Because the pujo committees have reduced the budget for the idol. Subhash Karmakar, a potter from Khairullachak near the city, said 15 idols were allotted each time. I have been quoted in that number again. However, the budget is much less money. It is not possible to see the face of profit by employing craftsmen and laborers as small idols are quoted. Amit Mahindar, a potter from Chirimarsai area, said that the loss of the idol industry for Corona was the same as last year. Pujo committees are not citing big budget idols. What will benefit as a result. But it is raining on Pujo with only a few days left. So this time before Pujo is the busiest time for every idol artist.