Drone Flying Over Suvendhu Adhikari House Shantikunj in East Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের মাথায় ড্রোন ক্যামেরা ওড়ানোর অভিযোগ করলেন সাংসদ দিবেন্দু অধিকারী। উল্লেখ্য , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলে নজরদারি চালানো হচ্ছে বলে আদালতে মামলা হয়েছে। সেই মামলায় দু’দিন আগেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হলফনামা তলব করেছে।
আরও পড়ুন:- দূষণরোধে দীঘার সৈকতে ঘোড়াদৌড়ে নিষেধাজ্ঞা প্রশাসনের
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ব্যাঙ্ক জালিয়াতির কবলে পড়ে শিক্ষক খোয়ালেন সাড়ে ৬ লক্ষ টাকা
এরমধ্যেই শুক্রবার শুভেন্দুর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করলেন, তাঁদের বাড়ির উপরে ড্রোন ওড়ানো হচ্ছে। সাদা-পোশাকে কিছু লোক এদিন সকালে ড্রোন উড়িয়েছেন শান্তিকুঞ্জের ছাদে।আর যা নিয়ে অভিযোগ তুলেছেন তমলুকের তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবিষয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, মহামান্য আদালতের নির্দেশের পরেও আজ সকালে আমার পরিবারের ওপর এ ড্রোন উড়িয়ে সিভিল ড্রেসে কে বা কারা নজরদারি চালানচ্ছে।
Drone Flying Over Suvendhu Adhikari House
আরও পড়ুন:- নির্ধারিত দিনে বিকেল পর্যন্ত ভ্যাকসিন না পাওয়ায় ঝাড়গ্রামে পথ অবরোধ ছাত্রীদের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্দুক ও কার্তুজ উদ্ধার স্থানে তদন্তকারী দল, শুরু রাজনৈতিক চাপানোতর
এই ব্যাপারে আমি দলকে ও লোকসভার স্পিকার কে সমস্ত বিষয় জানাবো। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার পরিষদীয় দলনেতা। তাছাড়া লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে এবিষয়ে জানাবো। তাছাড়া উনাদের’কে আমি শ্রদ্ধা করি সম্মান করি। আমি একজন তৃণমূল সাংসদ হয়েও আমার ফোন জেলাশাসক ধরেননা। পুলিশ প্রশাসন কথা শোনে না আমার অত্যন্ত দুর্ভাগ্য বললেন দিব্যেন্দু অধিকারী।
আরও পড়ুন:- মেলা-খেলা অনেক হল, এবার পঠনপাঠন শুরু কর! মেদিনীপুরে বিক্ষোভ ছাত্র-ছাত্রী, অভিভাবকদের
তাছাড়া ইতিমধ্যে পরিবারের পক্ষে শুভেন্দু বাবু মহামান্য উচ্চ আদালতে প্রাইভেসি নষ্ট নিয়ে মাইক সিসিটিভি নিয়ে মামলা করেছিলেন তার রায় দিয়েছে আদালত। তিনি রাজনৈতিকভাবে অন্যদল করেন। তবে পরিবারের কথা ভেবেই পদক্ষেপ নিয়েছিলেন। ফের ড্রোন ওড়ানোর ঘটনায় আদালতে যেতে পারেন। সকাল সকাল ড্রোন ওড়ানোর জন্য নিজে প্রত্যক্ষ করেছেন এবং মোবাইল ক্যামেরাবন্দি করেছেন বলেও জানান দিব্যেন্দু অধিকারী। তিনি আরো জানান, কলেজ ক্যাম্পাস থেকেই ধরনের ড্রোন উড়ানো হয়েছিল।
আরও পড়ুন:- বিরোধী দলনেতা শুভেন্দুর নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ হাইকোর্টের
তিনি এবিষয়ে কলেজের অধ্যক্ষ’কে অভিযোগ জানিয়েছেন। তাছাড়া তিনি এবিষয়ে কাঁথি থানার আইসি’কেও অভিযোগ জানিয়েছেন। প্রসঙ্গত , বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা দু’সপ্তাহের মধ্যে শুভেন্দুর নিরাপত্তা মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছেন। সেইসঙ্গে আদালত এও বলেছে, রাত ৮টার পর বিরোধী দলনেতার বাড়ির সামনে মাইক বাজিয়ে সভা করা যাবে না। তবে তার পরে এই যে ঘটনা ঘটেছে তাতে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে।
আরও পড়ুন:- নবনির্বাচিত সভাপতি দায়িত্ব পাওয়ার পর শ্রমিক অসন্তোষ থেকে রেহাই পেল হলদিয়া শিল্পাঞ্চল
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে পুলিশ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Drone Flying Over Suvendhu Adhikari House
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore