Birendra Setu : জাতীয় সড়কের ওপর কংসাবতী নদীর উপরে থাকা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। কয়েক বছর ধরেই সেতুর অবস্থা বিপদজনক আঁচ করে শুরু হয়েছিল সংস্কার। তাতেও পরিস্থিতি খারাপ দেখে বুধবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হলো ওই সেতুর উপর দিয়ে ভারি গাড়ি চলাচল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতীয় সড়কের ওপর কংসাবতী নদীর উপরে থাকা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। কয়েক বছর ধরেই সেতুর অবস্থা বিপদজনক আঁচ করে শুরু হয়েছিল সংস্কার। তাতেও পরিস্থিতি খারাপ দেখে বুধবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হলো ওই সেতুর উপর দিয়ে ভারি গাড়ি চলাচল।
আরও পড়ুন : লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের এই নির্দেশে দূরপাল্লার গাড়িকে অতিক্রম করতে হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ বেশি। বৃহস্পতিবার কলকাতা থেকে হাজির হলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। ‘মাঝেরহাট’ কান্ড আটকাতে আপাতত বন্ধ করা হচ্ছে এই ব্রিজের উপর লোড। এক বছর সংস্কার চলার সাথে সাথে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে দ্রুত।
মেদিনীপুর শহরের পাশে থাকা ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই বীরেন্দ্র শাসমল সেতু দীর্ঘ ৫০ বছরের পুরনো। প্রায় ছ’শো মিটার দীর্ঘ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন লক্ষাধিক গাড়ি যাতায়াত করে। সেতুর একদিকে কলকাতা-মুম্বাই ৬ নং জাতীয় সড়ক সংযোগ। অন্যদিকে আসানসোল- রানীগঞ্জ যাওয়ার রাস্তা। প্রতিদিন বহু বাহন ওই সড়কের উপর দিয়ে যাতায়াত করে। দু’বছর আগে সেতুর বিপদজনক পরিস্থিতি দেখে সংস্কার শুরু হয়েছিল।
Birendra Setu
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মাছ ধরার জালে উঠল ৩০ কেজি ওজনের পাইথন
তার পরেও সংকট মনে হওয়ায় বুধবার থেকে সেতুর উপরে ভারি গাড়ি বন্ধ করে দেওয়া হল। চন্দ্রকোনা রোড এলাকাতে আসানসোল রানীগঞ্জ দিক থেকে আগত বড় গাড়ি গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘাটালের রাস্তায়। ওই এলাকার লরি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিনয় প্রসাদ বলেন, “চরম সমস্যা তৈরি হয়েছে রাত থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়ায়। অতিরিক্ত ৭০ কিলোমিটারের বেশি ঘুর পথে যেতে হচ্ছে আমাদের।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পুকুর খননে উদ্ধার শতাধিক কার্তুজ
আমরাও সংগঠনের পক্ষ থেকে সমস্ত লরি চালক ও অন্যান্য বহন চালকদের সতর্ক করা শুরু করেছি।” বৃহস্পতিবার সকাল থেকে ওই সেতু পরিদর্শন করে প্রস্তুতি শুরু করলেন পূর্ত দপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা। জাতীয় সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ বলেন, “সেতুর অবস্থা যথেষ্ট বিপদজনক।
আরও পড়ুন : মেদিনীপুর শহর সংলগ্ন এলাহিগঞ্জে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশু সহ এক মহিলা
তাই আরেকটি ‘মাঝেরহাট’ কান্ড আটকাতে আমাদের দ্রুত তৎপর হতে হচ্ছে। মানুষ অসুবিধায় পড়বেন জানি, কিন্তু এটা মেনে নিতেই হবে। ঘুর পথে যাতায়াত করতে হবে। এক বছরের মধ্যে এই সেতু সংস্কার শেষ করবো সেই সঙ্গে পাশেই একটি বিকল্প সেতু তৈরির উদ্যোগ শুরু হচ্ছে।” জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “জেলা শাসকের নির্দেশে রাত থেকেই তৎপর হয়েছে সকলেই।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Birendra Setu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore