Home » ইন্ডিয়া গেট-আইফেল টাওয়ারের মতো প্রযুক্তির ব্যবহার, পর্যটকদের জন্য নয়া রূপে সাজছে দিঘা

ইন্ডিয়া গেট-আইফেল টাওয়ারের মতো প্রযুক্তির ব্যবহার, পর্যটকদের জন্য নয়া রূপে সাজছে দিঘা

by Biplabi Sabyasachi
0 comments

India gate eiffel tower technology in Digha

আরও পড়ুন ঃ- নন্দীগ্রামে রাস উৎসবে খোল বাজালেন শুভেন্দু, শোনালেন ধর্মীয় কথা

শুভম সিং: উত্তাল সমুদ্র।সেভাবে দেখা মেলেনা নিস্তব্ধতার।দিঘার এই রূপ দেখতেই অভ্যস্ত আমবাঙালি। সারা বছর পর্যটকদের ভিড়ে গমগম করে সমুদ্র সৈকত। যদিও করোনা পরিস্থিতিতে সে ছবি কিছুটা বদলেছে।তবে এবার বর্ষবরণের দিনে এবার দিঘার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। দিল্লির ইন্ডিয়া গেটে কিংবা প্যারিসের আইফেল টাওয়ারে যা রয়েছে, সেই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম এ বার বঙ্গোপসাগর তীরে দীঘা পর্যটন কেন্দ্রেও চালু হচ্ছে। যে প্রযুক্তি দিয়ে ঝলমলে আলো ও সঙ্গীতের মূর্ছনায় মায়াবি পরিবেশ তৈরি হবে দীঘা সমুদ্র পাড়ে।সেই সঙ্গে বসবে মিউজিক্যাল ফাউন্টেন, মাল্টিমিডিয়া শো এবং আধুনিক সাউন্ড সিস্টেম। গোটা প্রকল্পে খরচ হবে আনুমানিক ৯ কোটি টাকা।আর তা বিনাখরচে সেই সৌন্দর্য, সেই বিনোদন উপভোগ করতে পারবেন দীঘায় আগত পর্যটকেরা।

Digha
ফাইল চিত্র

উল্লেখ্য,থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম হচ্ছে, এটি একটি আধুনিক লাইটিং প্রযুক্তি, যার মাধ্যমে বড় স্ক্রিনের উপর যে কোনও জিনিসের অবয়ব তৈরি হয়। সিনেমা হলে স্ক্রিন কিংবা টেলিভিশনের পর্দার মতো এটিও দৃশ্য মাধ্যম। তবে এতে বাড়তি সুবিধে হল, যে কোনও বড় ভবন কিংবা বাড়ির দেওয়ালকে জায়ান্ট স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়। আলো-ছায়ার মিশেলে যে কোনও জিনিসকে দর্শকদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যায়।তবে দুনিয়ার বহু নামী পর্যটন কেন্দ্রে দর্শক মনোরঞ্জনের কথা মাথায় রেখে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম বসেছে। প্যারিসের জনপ্রিয় পর্যটনস্থল আইফেল টাওয়ারে সন্ধ্যার পর যে নয়নাভিরাম আলোর জাদু দেখা যায়, তার পিছনে রয়েছে এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং প্রযুক্তি। কয়েক বছর আগে দিল্লির ইন্ডিয়া গেটে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং বসানো হয়েছে। কয়েক বছর আগে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের যে বিশাল মূর্তিতে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং বসিয়েছেন গুজরাট সরকার।
আর তার পর এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের দিঘার নাম।তবে খুব শ্রীঘ্রই এই প্রকল্পের কাজ শেষ হলে দেশ-বিদেশের আরও বেশি পর্যটক দিঘায় আসতে উৎসাহিত হবেন এবং দিঘার পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Digha
ফাইল চিত্র

দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অখিল গিরি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে তোলা হচ্ছে। দিঘা-শঙ্করপুর পর্যটন কেন্দ্রে নয়াকালী মন্দিরের কাছে এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম বসবে। কালীমন্দির দর্শনের পাশাপাশি পর্যটকরা আলোর মজা উপভোগ করতে পারবেন। সেই জন্য আমরা ইতিমধ্যেই টেন্ডার ডেকেছি। খুব শীঘ্র এই কাজ শুরু হবে।’

দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তীর বক্তব্য, ‘দেশ-বিদেশের বড় বড় পর্যটন কেন্দ্রে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং আছে। সেখানে নানা ধরনে শো হয়। এখানেও যদি এই ধরনের লাইটিং শো করা যায়, তা হলে সেটা পর্যটকদের উপরি পাওনা হবে। দেশ-বিদেশের আরও বেশি পর্যটক দিঘায় আসতে উৎসাহিত হবেন। সব মিলিয়ে দিঘার পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।’ বিপ্রদাস জানান, করোনা ও লকডাউনের জেরে দিঘার হোটেল ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে, বহু মানুষের রুটি-রুজির সংস্থান বন্ধ হয়ে যায়। নিউ নর্মালে হোটেল খোলার ছাড়পত্র পাওয়ার পর মালিক ও ট্যুর অপারেটররা চিন্তায় ছিলেন, যে এই অবস্থায় ক’জন পর্যটক পাওয়া যাবে। কিন্তু সেই আশঙ্কা দূর করে দিঘা আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

India gate eiffel tower technology in Digha

-Biplabi Sabyasachi Leargest Newspaper in Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.