Home » দফায় দফায় মাওবাদী পোস্টার, জঙ্গলমহল পরিদর্শনে রাজ্য পুলিশের ডি জি

দফায় দফায় মাওবাদী পোস্টার, জঙ্গলমহল পরিদর্শনে রাজ্য পুলিশের ডি জি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রাম পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তারপরেই ঝাড়গ্রাম শহরে নিরাপত্তা বিষয়ক এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিপ স্বয়ং, এছাড়াও এডিজি আইবি, এডিজি ওয়েষ্টার্ন জোন,আইজি বাঁকুড়া, আইজি এসটিএফ, ডিআইজি সিআইএফ। jhargram, jhargram, jhargram bengali news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news

আরও পড়ুন- মেদিনীপুরে ফের করোনায় আক্রান্ত ৩৩, জেলায় ১১৩ জন

বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রাম পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি


বেলা ১২ টা থেকে এস.পি অফিসের কনফারেন্স হলে মিটিং শুরু হয়। মিটিং শেষে এস পি ঝাড়গ্রাম প্রেস বিবৃতিতে জানান, এলাকার নিরাপত্তা ও উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করতে আজ এই উচ্চ পর্যায়ের বৈঠক।প্রসঙ্গত কয়েক দিন ধরে বেলপাহাড়ি র বেশ কিছু জায়গায় মাওবাদীদের নাম করে পোষ্টার পড়ছে।এছাড়াও গত পরশু  কয়েক জন পর্যটক ঢাঙিকুসুম গ্রামে ঘোরার সময় মাওবাদীরা মোবাইল ফোন নিয়ে নেয় বলে এই খবর ছড়ায়।

আরও পড়ুন- খড়গপুরের ধোবিঘাটে গোষ্ঠী সংক্রমণ, একসঙ্গে করোনায় আক্রান্ত ২৫, মোট পজিটিভ কেস ৪০ টি

দফায় দফায় মাওবাদী পোস্টার, জঙ্গলমহল পরিদর্শনে রাজ্য পুলিশের ডি জি

পরে অবশ্য এসটিএফ ও জেলা পুলিশের পদস্থ কর্তাদের জেরার মুখে নিজেদের বক্তব্য পাল্টে ফেলেন তাঁরা। জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। খড়্গপুরের এই যুবকরা নিজেদের বয়ান বদল করলেও ওই এলাকায় যে নতুন করে মাওবাদী তৎপরতা বাড়ছে সে ইঙ্গিত মিলেছে গোয়েন্দা রিপোর্টে। একাংশের বক্তব্য জঙ্গল মহলে ভুয়ো মাওবাদী র জিগির তোলার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- করোনা সংক্রমণের জের, বন্ধ হয়ে গেল IIT খড়গপুর

ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডি জি


এস.পি জানান ফোন নেওয়ার ঘটনা ভিত্তিহীন। আর বাঁশপাহাড়ির গুলি চালানোর ঘটানায় ও কয়েক জন কে আটক করা হয়েছে। বুদ্ধদেব দাস নামে তাদের একজন আজ ঝাড়গ্রাম কোর্টে তোলা হয়। তবে কোনো ক্ষেত্রেই মাওবাদী যোগ পাওয়া যায়নি বলে বক্তব্য ঝাড়গ্রাম পুলিশ সুপারের।ডিজি সাংবাদিকদের বলেন, ‘‘একটা অভিযোগ পেয়েছি। তার তদন্ত শুরু হয়েছে। এলাকা পরিদর্শন করে গেলাম। তাছাড়া ঝাড়গ্রামে রিভিও মিটিং করেছি।’’


লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.