0
পত্রিকা প্রতনিধি: ইলেকট্রিক তারে নিজেদের ধানের জমি রক্ষা করতে গিয়ে সেই বিদ্যুৎ তারে পিষ্ট হয়ে মারা গেলো নিজেরই মা। ঘটনাটি ঘটেছে,ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকার বাজার লাগোয়া চাষের জমিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রানা পরিবারের নবকুমার রানার স্ত্রী প্রতিদিন প্রায় নিজেদের জমিতে যেতেন। শনিবার সকালে সেই জমিতে গিয়ে বড়োসড়ো দুর্ঘটনার মুখে পড়তে হল নবকুমার রানার স্ত্রী সুপ্রিয়া রানাকে। নিজেদের জমিতে ইলেকট্রিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে সুপ্রিয়া রানাকে উদ্ধার করে ভাঙ্গাগোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।