Home » শেষ রক্ষা হল না, করোনা হাসপাতালে মৃত্যু হল মেদিনীপুরের এক শিক্ষকের

শেষ রক্ষা হল না, করোনা হাসপাতালে মৃত্যু হল মেদিনীপুরের এক শিক্ষকের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিক‍া প্রতিনিধি: মারণ ভাইরাস করোনা’র নিষ্ঠুর আক্রমণে, পরপর দু’দিনে মেদিনীপুর শহরের দুই বিখ্যাত মানুষের মৃত্যু হল! জেলা সদরে করোনা’য় চতুর্থ মৃত্যুও ঘটে গেল যেন এক লহমায়! ১ লা সেপ্টেম্বর রাত্রি ১০ টা নাগাদ মৃত্যু হয়েছিল, বিখ্যাত আইনজীবী সমরেন্দ্র নাথ দাস (৭৫) এর। অপরদিকে গতকাল গভীর রাতে, (তারিখের হিসেবে ৩ সেপ্টেম্বর, অর্থাৎ আজ) মেদিনীপুর কলেজিয়েট স্কুলের জীববিদ্যার শিক্ষক তথা সহকারী প্রধান শিক্ষক আশিস কর (৫৭), চাকুরি-জীবন থেকে অবসর নেওয়ার আগেই, ইহ-জীবন থেকে অবসর নিলেন! গভীর শোকে মুহ্যমান মেদিনীপুর শহরের অগণিত শিক্ষক-ছাত্র-শিক্ষানুরাগীরা। midnapore news, midnapore news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news

আরও পড়ুন- আজকের পত্রিকা- ৩ সেপ্টেম্বর ২০২০, বাং- ১৭ ভাদ্র ১৪২৭

ফাইল চিত্র

মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিস কর মেদিনীপুর শহরের কর্ণেলগোলার বাসিন্দা ছিলেন। গত ৩১ শে আগস্ট থেকে তিনি লেভেল ফোর শালবনী করোনা হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসায়। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অন্য কোন শারীরিক অসুবিধা তাঁর ছিলনা। গত দু’দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন বলেও জানা যায়। তবে, গতকাল রাত থেকে (রাত্রি ৯-১০ টা থেকে) তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়, তবে, ঘন্টা তিনেকের সব লড়াই শেষ হয়ে যায়। জীববিদ্যার শিক্ষকের জীবন থেমে যায় মাত্র ৫৭ তেই, চিরতরে! শালবনী করোনা হাসপাতালের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “অনেক চেষ্টা করা হয়েছিল, গভীর রাতে, ১ টা নাগাদ সব চেষ্টা ব্যর্থ করে তাঁর হৃদযন্ত্র থেমে যায়। তবে, করোনা ছাড়াও, তাঁর অন্যান্য কিছু শারীরিক সমস্যা ছিল।” শেষ পর্যন্ত হৃদযন্ত্র বিকল হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও, পরিবার-পরিজন এবং ৯ নং ওয়ার্ডের সমাজসেবী অনয় মাইতি জানিয়েছেন, তাঁর প্রেসার, সুগার, হার্টের রোগ ছিল বলে কখনো শুনিনি! অসংখ্য শিক্ষানুরাগী রাও বলছেন, তিনি সত্যিকারের এক জীবন যোদ্ধা ছিলেন। কখনো কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি। শেষ পর্যন্ত, করোনা’র কাছে তিনি হার মানবেন, মেনে নেওয়া যাচ্ছে না! কলেজিয়েট স্কুলের প্রাক্তনী এবং কলেজিয়েট স্কুলের শিক্ষক, তাই এই ‘বিদ্যালয়’ ছিল তাঁর প্রাণ। মেদিনীপুর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায়, তাঁর শিক্ষা-জীবন এবং শিক্ষকতা-জীবন দুই’ই সমৃদ্ধ ছিল! অনেকেই বলেন, তিনি কেবল ছাত্র’দের নয়, তিন ‘শিক্ষকের শিক্ষক’ ছিলেন! বাম অমল কিংবা ডান আমল, তিনি অসংখ্য ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পথ দেখিয়েছেন সর্বতোভাবে।

আরও পড়ুন- আজকের রাশিফল

এদিকে আশিস বাবু’র এই আকস্মিক প্রয়াণ এবং একদিন আগেই মেদিনীপুরের প্রখ্যাত আইনজীবী সমরেন্দ্র বাবু’র প্রয়াণ নিয়ে, মেদিনীপুর শহরের আইনজীবী, সমাজসেবী ও কংগ্রেস নেতা তীর্থঙ্কর ভকত অভিযোগ করেছেন, শালবনী করোনা হাসপাতালে অক্সিজেন সরবরাহে ঘাটতি রয়েছে। করোনা চিকিৎসায় যা এক এবং একমাত্র রসদ! যদিও, তাঁর এই দাবি নাকচ করে দিয়ে, জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা জানিয়েছেন, অক্সিজেনের ঘাটতি নেই। করোনা’র ক্ষেত্রে অনেক সময় হঠাৎ করেই শারীরিক অবনতি হয়! আশিস বাবু’র ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.