পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দপ্তরের (৩১ জুলাই) রাতের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর শহরে মোট ৭ জনের শরীরে করোনার সংক্রমণ মেলে ।প্রথম আক্রান্ত মেদিনীপুর শহরের মিরাবাজারের ৪৭ বছর বয়সী এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা যায় , ওই ব্যক্তি সম্প্রতি কিছুদিন যাবৎ অসুস্থতা বোধ করছিলেন যার দরুন গত বুধবার শহরের কোভিড হাসপাতাল আয়ূশে নিজের লালারসের নমুনা দিয়ে আসেন পরীক্ষার জন্য। শনিবার রাতেই (৩১ জুলাই) রাতে ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে।
শহরে দ্বিতীয় ও তৃতীয় করোনা আক্রান্ত ব্যক্তি রাঙামাটির বাসিন্দা। বয়স যথাক্রমে ৩০ ও ৪৭ বছর। তাদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষক । কিছুদিন যাবৎ তার শরীরে কোন উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) দেখা মেলায় গত ২৯ জুলাই লালারসের নমুনা সংগ্রহ করে কার জন্য পাঠানো হলে শুক্রবার রাতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
চতুর্থ করোনায় আক্রান্ত হন শহরের কেরানিতোলার বছর ৫২ এর এক বৃদ্ধা।কিছুদিন আগেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিজের চিকিৎসা করাতে গিয়ে তাঁর শরীরে নানা রকম উপসর্গ মেলায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) লালারসের নমুনা সংগ্রহ করা হলে শুক্রবার রাতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
পঞ্চম ও ষষ্ঠ করোনায় আক্রান্ত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই জুনিয়র (২৮ ও ২৬ বছর)চিকিৎসক তথা প্রথম সারির করোনা যোদ্ধা। হাসপাতালে আসা বিভিন্ন রোগীর সংস্পর্শে এসেই করণায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক অনুমান স্বাস্থ্য দফতরের। তবে চিন্তার কোন কারণ নেই তাদের প্রত্যেকেই আসিমটোমেটিক অর্থাৎ উপসর্গহীন।
জেলার সপ্তম করোনায় আক্রান্ত হলেন খোদ জেলা স্বাস্থ্য ভবনের এক কর্মী । জানা যায় ওই কর্মী (২৯ বছর) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টটেন্টের এর কাজ করতেন ।গত ২৯ শে জুলাই লালারসের নমুনা সংগ্রহ করা হলে শুক্রবার রাতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে । তিনিও অ্যাসিমটোমেটিক অর্থাৎ উপসর্গহীন । করোণা আক্রান্তের খবর জানাজানি হতেই স্বাস্থ্য ভবনের আধিকারিক থেকে শুরু করে কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।রাতেই স্বাস্থ্য ভবনের ওই কর্মী সহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ২ জুনিয়র চিকিৎসককে শহরের লেভেল ১ হাসপাতাল আয়ূশে পাঠানো হন। আগামীাকাল জেলার স্বাস্থ্য ভবনের আক্রান্তকারীর সংস্পর্শে আসে কর্মী সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক , অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ,উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায় ।