Midnapore Municipality : গত তিন বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। তিনটি সাবমার্শিবল বিকল হওয়ার কারণে উঠছে ঘোলা জল। বহুবার আবেদন নিবেদন করেও সমাধান হয়নি। ঘটনাটি মেদিনীপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে। “পৌরপিতা আমরা কি পানীয় জল পাব না!” এমনই লেখা প্ল্যাকার্ড সহ জলের পাত্র ও ঘোলা জল বোতলে ভর্তি করে পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান মঙ্গলবার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত তিন বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। তিনটি সাবমার্শিবল বিকল হওয়ার কারণে উঠছে ঘোলা জল। বহুবার আবেদন নিবেদন করেও সমাধান হয়নি। ঘটনাটি মেদিনীপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে। “পৌরপিতা আমরা কি পানীয় জল পাব না!” এমনই লেখা প্ল্যাকার্ড সহ জলের পাত্র ও ঘোলা জল বোতলে ভর্তি করে পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান মঙ্গলবার।
বিক্ষোভে হাজির কংগ্রেসের কাউন্সিলরও। বাসিন্দারা জানিয়েছেন, ওয়ার্ডে পানীয় জলের জন্য কয়েক বছর আগে তিনটি সাবমার্শিবল বসানো হয়েছিল। কিন্তু অল্প দিনেই সেই সাবমার্শিবল গুলো থেকে ঘোলা জল বের হতে শুরু করেছে। ওয়ার্ডের বাসিন্দারা প্রথমটা কোনোভাবে চালিয়ে নিচ্ছিল। জানিয়েছিলেন তৎকালীন স্থানীয় শাসকদলের কাউন্সিলরকেও। তাতেও কাজ হয়নি।
এলাকার বিভিন্ন ব্যক্তিদের নিজস্ব সাবমার্শিবল থেকে জল সংগ্রহ করে চালিয়ে নিচ্ছিলেন। সেই সঙ্গে ঘোলা জলকে কোন ভাবে ছেঁকে ব্যবহার করছিলেন। তিন বছর ধরে এই সমস্যার পর গত ছ’মাস ধরে পরিস্থিতি আরও বেড়ে যায়। ওই পানীয় জল ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। একেবারে কাদা জল উঠতে থাকে। বাসিন্দা নীলা খাতুন বলেন, “আমরা বহুবার বলেছি কোন পদক্ষেপ কেউই নেয়নি। তাই নতুন কাউন্সিলরকে আবার জানিয়েছিলাম। তাও এখনো পর্যন্ত সমাধান হয়নি।
ছয় মাস ধরে যে জল পড়ছে তা খুব খারাপ।” ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাসিন্দা অসীমা চৌধুরী বলেন, “তিন বছর ধরে প্রশাসনের দুয়ারে ঘুরেছি আমরা। আগের কাউন্সিলরকে বহুবার বলা হয়েছিল। কেউই উদ্যোগ নেয়নি। এখানে সেখানে জল সংগ্রহ করে চালাচ্ছিলাম। এখন তাও সম্ভব হয় না।” বিষয়টি নিয়ে নতুন কাউন্সিলর মোঃ সাইফুল মেদিনীপুর পৌরসভাতে জানিয়েওছিলেন বলে তিনি জানান।
তারপরও পদক্ষেপ না নেওয়াতে মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সাইফুল বলেন, “মেলা, খেলা সব করে যথেচ্ছ মোচ্ছব চলছে। কিন্তু ওয়ার্ডের বাসিন্দাদের এই পানীয় জলসঙ্কটের কথা বারবার বলেও কোন পদক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে এই অবস্থান শুরু করতে হয়েছে।” ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, “সাবমার্শিবলগুলি সমস্যা হওয়ার কারণে এরকম ঘোলা জল বের হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়া হবে।”
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper