Home » Biplabi Sabyasachi : স্নিগ্ধ পরিমন্ডলে বিপ্লবী সব্যসাচীর ৩৫ তম বর্ষ সূচনা উদযাপন, শারদ পত্রিকা প্রকাশ ও লেখক সংবর্ধনা

Biplabi Sabyasachi : স্নিগ্ধ পরিমন্ডলে বিপ্লবী সব্যসাচীর ৩৫ তম বর্ষ সূচনা উদযাপন, শারদ পত্রিকা প্রকাশ ও লেখক সংবর্ধনা

by Biplabi Sabyasachi
0 comments

Biplabi Sabyasachi : এক স্নিগ্ধ পরিমণ্ডলে বিপ্লবী সব্যসাচীর ৩৪ তম বর্ষপূর্তি ও ৩৫ তম বর্ষ সূচনা উদযাপিত হল ৪ আগস্ট বৃহস্পতিবার। পত্রিকা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পত্রিকা অনুরাগী অনেকেই উপস্থিত ছিলেন। পত্রিকার জন্মদিনের কেক কেটে সবার মুখে তা তুলে দেওয়া হয়। আবার এই অনুষ্ঠানেই বিপ্লবী সব্যসাচীর শারদ পত্রিকা (১৪২৯)-র আনুষ্ঠানিক প্রকাশ করেন উপস্থিত সমস্ত অতিথি, লেখক, শুভানুধ্যায়ীরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এক স্নিগ্ধ পরিমণ্ডলে বিপ্লবী সব্যসাচীর ৩৪ তম বর্ষপূর্তি ও ৩৫ তম বর্ষ সূচনা উদযাপিত হল ৪ আগস্ট বৃহস্পতিবার। পত্রিকা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পত্রিকা অনুরাগী অনেকেই উপস্থিত ছিলেন। পত্রিকার জন্মদিনের কেক কেটে সবার মুখে তা তুলে দেওয়া হয়। আবার এই অনুষ্ঠানেই বিপ্লবী সব্যসাচীর শারদ পত্রিকা (১৪২৯)-র আনুষ্ঠানিক প্রকাশ করেন উপস্থিত সমস্ত অতিথি, লেখক, শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার সম্পাদক নিশীথ দাস
Biplabi Sabyasachi 35th Anniversary Theme

সংবর্ধিত করা হয় বিপ্লবী সব্যসাচীর সমস্ত লেখক – লেখিকা ও শুভানুধ্যায়ীদের। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা, গড়বেতা কলেজের অধ্যক্ষ ড. হরিপ্রসাদ সরকার, প্রবীণ শিক্ষাব্রতী – সাংবাদিক কুমারেশ ঘোষ, বিশিষ্ট লেখক – গবেষক ড. মধুপ দে সহ সকলেই বিপ্লবী সব্যসাচীর বিগত ৩৪ বছরের পর ৩৫ তম বর্ষের যাত্রাপথেরসূচনা দিবসে শুভকামনা জানান।

বক্তব্য রাখছেন গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার

সংবাদ পরিবেশনের বিষয়টি যাতে আরো তথ্যনিষ্ঠ হয় সেদিকে গুরুত্ব দেওয়া ও সচেতন থাকার পরামর্শ দেন। একইভাবে সমস্ত সংবাদ প্রকাশে সব্যসাচীর দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন স্থানীয় কাউন্সিলর ড. চন্দ্রানী দাস। অরুণিতা দাস এর উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিপ্লবী সব্যসাচীর সম্পাদক নিশীথ কুমার দাস প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি উপস্থিত অতিথিবর্গ, লেখক লেখিকা, শুভানুধ্যায়ী সবাইকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করেন।

পত্রিকার জন্মদিনে কেক কাটছেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা জয়শ্রী লাহা
শুভানুধ্যায়ীদের সম্বর্দ্ধনা দিচ্ছেন মেদিনীপুর কলেজের প্রফেসর ড. কৃষ্ণগোপাল ধল।

তার বক্তব্য সম্পাদক কিভাবে করোনার মতো ভয়ঙ্কর অতিমারীর সময়ে পত্রিকার সমস্ত সাংবাদিক ও কর্মীদের সহযোগিতায় সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে নিয়মিতভাবে বিপ্লবী সব্যসাচীর প্রাত্যহিক প্রকাশ অব্যাহত থেকেছে তা তুলে ধরেন। আগামী দিনে পত্রিকাকে আরো মনোগ্রাহী করে তোলা প্রচেষ্টা চলছে বলে উল্লেখ করেন। বিপ্লবী সব্যসাচী অনলাইন সংস্করণ এবং তার বিপুল জনপ্রিয়তা (লাইক) বিষয়টিও নিজের বক্তব্য তুলে ধরেন সম্পাদক নিশিথ বাবু।

শারদীয় পত্রিকা প্রকাশ

যেসব লেখক-লেখিকা পূর্বের মতো এবারও তাঁদের মূল্যবান লেখা দিয়ে শারদ পত্রিকাকে সমৃদ্ধ করে তুলেছেন তার জন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পত্রিকার সমস্ত শুভানুধ্যায়ী ও লেখক লেখিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্পাদক সহধর্মিনী কল্পনা দাস। এছাড়াও লেখক-লেখিকাদের মধ্যে বক্তব্য রাখেন অসিত দত্ত, চিন্ময় দাশ, নিতাই দাস, অজয় দোলই, প্রবোধ কুমার সরকার, গোপেশ রায়, নুপুর ঘোষ, সুমিত্রা ঘোষ, অমিতা মহাপাত্র, প্রতাপ চক্রবর্তী, অনুপ কুমার দত্ত, সত্যব্রত দোলই, সন্দীপ দত্ত প্রমূখ।

উপস্থিত ছিলেন (ছবির বামদিক থেকে) প্রতাপ ঘোষ, কাউন্সিলর চন্দ্রানী দাস, মেদিনীপুর পুরসভার পৌরপিতা সৌমেন খান,অসিত দত্ত, কুমারেশ ঘোষ, নূপুর ঘোষ।

বক্তারা প্রত্যেকেই বছরভর তাঁদের বিভিন্ন লেখা প্রকাশ করার জন্য পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন। এছাড়াও শুভানুধ্যায়ীরাও সব্যসাচীর সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। এদের মধ্যে ছিলেন ডা. বি. বি মন্ডল, চন্দন বসু, অনিমেষ দে, শ্যামল ঘোষ, উদয়রঞ্জন নাথ, অঙ্কুর লোধা, শংকর মাঝি, সিদ্ধার্থ কামিল্যা, শশাঙ্ক দত্ত, কল্যাণ দত্ত, সুরেশ আগারওয়াল প্রমূখ।

শারদীয় পত্রিকার প্রকাশ

গত দু’বছর শারদ পত্রিকা প্রকাশ হলেও অতিমারির কারণে কোনো অনুষ্ঠান করা যায়নি। এবারের অনুষ্ঠান রীতিমতো বর্ণময় হয়ে ওঠে সকলের উপস্থিতিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপ ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ সাংবাদিক শিশির চক্রবর্তী। অনুষ্ঠানে পত্রিকার সমস্ত সাংবাদিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই করোনার কারণে ও বিভিন্ন রোগে যেসব বিশিষ্ট মানুষজন ও পত্রিকার শুভানুধ্যায়ীরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের পর এদিনের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি প্রতাপ ঘোষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Biplabi Sabyasachi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.