Home » শতবর্ষ পূরোনো বিদ্যালয়কে হেরিটেজ ঘোষনার দাবি প্রাক্তনীদের

শতবর্ষ পূরোনো বিদ্যালয়কে হেরিটেজ ঘোষনার দাবি প্রাক্তনীদের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : বেলদা গঙ্গাধর একাডেমীর নবাগত প্রধানশিক্ষক কার্তিক আচার্যের সঙ্গে দেখা করলেন একাডেমীর প্রাক্তনী সমিতির সদস্য বৃন্দ। এদিন প্রাধানশিক্ষককে সেনিটাইজার, মাস্ক,পুষ্পস্তবক ও বিদ্যাসাগরের প্রতিকৃতি দিয়ে স্বাগত জানান প্রাক্তনীরা। প্রাক্তনী সমিতির পক্ষ থেকে প্রধানশিক্ষকের কাছে কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়ার আবেদন জানানো হয়। Belda News, Belda News, Belda Gangadhar Academy, Paschim Medinipur News

বেলদা গঙ্গাধর একাডেমীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় বিদ্যালয়টিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে তিনি শতবার্ষিকী ভবন নির্মাণের কাজ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে বলে বলেও ঐ অনুষ্ঠানে ঘোষণা করেন।

আরও পড়ুন- আজকের পত্রিকা -১৪ অক্টোবর ২০২০, বাং- ২৭ আশ্বিন ১৪২৭

belda gangadhar academy heritage school, belda, paschim medinipur, biplabi sabyasachi news,
বেলদা গঙ্গাধর একাডেমীকে হেরিটেজ ঘোষনার দাবি প্রাক্তনীদের

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরে অনেকটা সময় চলে গিয়েছে। বর্তমান প্রধানশিক্ষক যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন সেই অনুরোধ করা হয়েছে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তনী সমিতির মুখ্য উপদেষ্টা বেলদা গঙ্গাধর একাডেমীর প্রাক্তন প্রধানশিক্ষক সিতাংশু শেখর রায়মহাপাত্র, সভাপতি ডা. অংশুমান মিশ্র, যুগ্ম সম্পাদক প্রদীপ দাস ও অখিলবন্ধু মহাপাত্র, সহসম্পাদক অরবিন্দ গিরি,বৃন্দাবন দাস অধিকারী, সোমনাথ মিশ্র প্রমূখ। প্রধানশিক্ষক কার্তিক আচার্য প্রাক্তনীদের অনুরোধ দ্রুত বাস্তবায়িত করার পদক্ষেপ করবেন বলে জানান।

প্রধানশিক্ষক ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক অলোককুমার ভট্টাচার্য, বিজন ষড়ঙ্গী এবং উদয়কুমার জানা প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধানশিক্ষক বলেন,“এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রাক্তনী’র সহযোগিতা কামনা করি। আপনারা আজ সাক্ষাৎ করতে না এলেও আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতাম। আপনাদের সহযোগিতা নিয়েই প্রয়োজনীয় কাজ গুলি করা হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.