Home » Baby Elephant Rescued from Well : বুলডোজারের সাথে শুঁড় দিয়ে কুঁয়ো থেকে উদ্ধার করলো শাবককে, ঘটনায় হতবাক বনকর্মীরা

Baby Elephant Rescued from Well : বুলডোজারের সাথে শুঁড় দিয়ে কুঁয়ো থেকে উদ্ধার করলো শাবককে, ঘটনায় হতবাক বনকর্মীরা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জলপাইগুড়িতে বুলডোজার দিয়ে হাতিকে আক্রমণ। তারই উল্টো ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। যেখানে বুলডোজার দিয়েই কুঁয়ো থেকে হস্তি শাবককে উদ্ধার করা হলো। তবে উদ্ধারের পুরো সময় জুড়ে বুলডোজারের পাশেই দাঁড়িয়ে শাবকের মা। বুলডোজারের সঙ্গে নিজেও শুঁড় দিয়ে বাচ্চাকে উদ্ধারের চেষ্টা করে। গভীর রাতে সুস্থ অবস্থায় দলের সঙ্গে জঙ্গলে ফেরত গেল শাবকসহ হস্তিনী। ঘটনাটি সোমবার রাত এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের পিড়রাকুলি এলাকায়।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/5. বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সাতটি হাতির একটি দল ছিল ওই এলাকার জঙ্গলে। সন্ধ্যা হতেই কৃষি জমিতে খাবারের খোঁজে নেমে পড়ে। সেই সময় ঝোপঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি কুঁয়োতে হস্তি শাবকটি পরে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করেই অন্যান্য হাতিরা। কিন্তু সম্ভব হয়নি। পরে গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীরা বুঝতে পারেন কুঁয়োতে পড়ে গিয়েছে হস্তি শাবক।

3/5. খবর যায় লালগড় রেঞ্জে। তড়িঘড়ি বিভিন্ন রেঞ্জ অফিসের বনকর্মীসহ আধিকারিকরা পৌঁছায়। ডাকা হয় বুলডোজার ও মশাল টিম। তবে বুলডোজার পৌঁছাতেই হাতি তাড়া করে নিয়ে আসে। পরে মশাল জ্বালিয়ে অন্যান্য হাতিদের সরাতে সক্ষম হলেও কোনভাবেই সরছিল না শাবকের মা। ওই মুহূর্তে বুলডোজার দিয়ে শাবককে উদ্ধার করা অনেকটাই কঠিন। আবার বুলডোজার চালক ভয়ে সেই কাজ করতে রাজি হচ্ছিলেন না। অন্যান্য বনকর্মী এবং মশাল টিম সেই বুলডোজার চালকের সঙ্গে গাড়িতে উঠে সাহস জোগালে শুরু হয় উদ্ধার কার্য।

আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক

আরও পড়ুন : Midnapore Hospital : মেদিনীপুর হাসপাতালে ফের বিষাক্ত স্যালাইন, প্রসূতির পর এবার শিশু মৃত্যু

4/5. বুলডোজার দিয়ে মাটি খোঁড়া শুরু হলেও হস্তি শাবককে ছেড়ে পিছু হটেনি হস্তিনী। পুরো উদ্ধার কার্যে একই রকম ভাবে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে দেখা যাচ্ছিল বুলডোজারের সঙ্গে হস্তিনীও শুঁড় বাড়িয়ে বাচ্চাকে তোলার চেষ্টা করছিল। বনকর্মীরা একসময় থমকে গিয়েছিলেন। ভেবেছিলেন ওইভাবে শুঁড়ে আঘাত লেগে যেতে পারে। কিন্তু না। কোন মানুষকে তাড়া না করে বুলডোজারের উপর আক্রমণ না করে শাবককে নিয়ে জঙ্গলে ফেরত গেল। হস্তিনির এইরূপ আচরণে হতবাক বনকর্মী থেকে উপস্থিত মানুষজন। বনকর্মীরা বলছেন, এর আগে দেখা গিয়েছে কোন শাবক কুঁয়োয় পড়ে গেলে হাতিরা তাড়া করে নিয়ে আসে, মশাল জাললে তারা দূরে চলে যায়। কিন্তু এক্ষেত্রে হস্তিনী তার শাবককে ছেড়ে এক পাও পেছোয়নি।

5/5. লালগড় রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত বলেন, “একটি শাবক কুঁয়োতে পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করে সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরত পাঠানো গিয়েছে। হাতিদের বিরক্ত না করলে তারাও আক্রমণ করে না। হয়তো হাতিটিও বুঝতে পেরেছিল তার শাবককে উদ্ধার করার আমরা চেষ্টা করছি। সারাক্ষণ দাঁড়িয়ে ছিল কোনরূপ আমাদের উপর আক্রমণ না করে।”

আরও পড়ুন : Elephant Attack : দাঁতনের গ্রামে দলছুট হাতির তাণ্ডব! মৃত্যু এক ব্যক্তির

আরও পড়ুন : Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Baby Elephant Rescued from Well

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.