Influencing voters
আরও পড়ুন ঃ–নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ময়নার তৃণমূল কর্মীদের
পত্রিকা প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোট গ্রহনপর্ব শুরু হতে না হতেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ডেবরা। অভিযোগ, বহিরাগতদের নিয়ে আসার জন্য বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও পাল্টা অভিযোগ করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ।পশ্চিম মেদিনীপুরের অন্যতম নজরকাড়া কেন্দ্র ডেবরা বিধানসভা। মুখোমুখি লড়াই দুই প্রাক্তন আইপিএস অফিসারের।
বৃহস্পতিবার সকালেই নির্ধারিত সময়ে ডেবরাতে শুরু হয় ভোট । তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকটি এলাকার বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন ভারতী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” নোয়াপাড়ায় পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না , অবজারভারকে বিষয়টি জানিয়েছি ।ভারতী ঘোষের বিরুদ্ধে বহিরাগতদের জড়ো করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে।
ডেবরা এলাকায় ডেবরায় বিজেপি প্রার্থী বহিরাগতদের বুথের সামনে নিয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের । এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । ভারতী ঘোষকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন বাসিন্দাদের একাংশ । পাশাপাশি তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে হাতাহাতি বেধে যায় কয়েকজন এলাকাবাসী পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশের সামনেও বেশ কিছুক্ষণ ধরে চলে হাতাহাতি । বিজেপির এক মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ ।এরই মধ্যে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Influencing voters
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore