Illegal Tree Cutting : শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বেআইনিভাবে গাছ কাটার অপরাধে গ্রেফতার করা হয় দুই জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাছ কাটার সরঞ্জাম ও দুটি মোটর বাইক। স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন ধরে বেআইনি ভাবে কাটা চলছিল গাছ। গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের কর্মীরা ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জেলা সফরে মুখ্যমন্ত্রীর গাছ কাটা নিয়ে কড়া বার্তা, আর তারপরেই জেলা জুড়ে শুরু হয়েছে প্রশাসনের নজরদারি । শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বেআইনিভাবে গাছ কাটার অপরাধে গ্রেফতার করা হয় দুই জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাছ কাটার সরঞ্জাম ও দুটি মোটর বাইক।
স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন ধরে বেআইনি ভাবে কাটা চলছিল গাছ। গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের কর্মীরা ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা। গ্রেফতার করা হয় দুজনকে বাজেয়াপ্ত করা হয় দুটি মোটর বাইক ও গাছ কাটার সরঞ্জাম।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের মাংরুল গ্রামে।
জানাযায় মাংরুল গ্রামের ধীরেন মন্ডল নামে এক ব্যক্তি তার ৫ বিঘের পুকুরপাড়ে লাগিয়েছিলেন একাধিক নামি দামি গাছ। বেশ কয়েকদিন ধরেই সেই গাছ প্রশাসনের বৈধ অনুমতি ছাড়াই কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকরা ও রামজীবনপুর ফাঁড়ির পুলিশকর্মীরা। পুলিশ গিয়ে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে দুই জনকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় মোটরবাইক ও গাছ কাটা সরঞ্জাম।
দৌড়ে পালিয়ে য়ায় গাছের মালিক।এ বিষয়ে ঘাটালের রেঞ্জার অসিতবরণ মুখার্জি বলেন বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল দুইজন কর্মীকে যারা গাছ কাটায় যুক্ত ছিল তাদের আটক করে এবং কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্ত গাছের মালিকের খোঁজ শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal Tree Cutting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore