ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাধারণ প্রশাসন ও পুলিশের পর এবার পাড়ায় সমাধানে বনদপ্তর। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘মিশন সমাধান’। সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকে। মেদিনীপুর বন বিভাগের প্রতিটি রেঞ্জেই এমন কর্মসূচি হবে বলে জানানো হয়েছে বনদপ্তর থেকে। এদিন সকালে মেদিনীপুর রেঞ্জের ভগবতীচক, নন্দগাড়ি দুটি এলাকায় বন সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন বন আধিকারিক ও কর্মীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাদের কাছ থেকে শোনেন নানা সমস্যা। সমাধানেরও আশ্বাস দিয়েছেন বন আধিকারিকরা। জানা গিয়েছে, জঙ্গলমহল এলাকায় মূল সমস্যা হাতি। হাতির হানায় ফসল, ঘরবাড়ির ক্ষতি হলেও সময়ে ক্ষতিপূরণ মেলে না। অনেকে ক্ষতিপূরণের জন্য আবেদন জানিও ক্ষতিপূরণ পাননি বলেও অভিযোগ। পাশাপাশি বিভিন্ন জঙ্গলে গাছ বিক্রির লভ্যাংশের টাকা কমিটি গুলি এখনো পায়নি বলেও অভিযোগ রয়েছে।
Forest Department
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
হাতির যাতায়াতের পথে লোকালয়ে আলোর ব্যবস্থা করা, বিভিন্ন জলাশয়গুলি সংস্কার সহ একাধিক দাবি উঠে এসেছে ওই শিবিরে। উপস্থিত ছিলেন, গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী সহ অন্যান্য বন কর্মীরা। মলয় নন্দী জানিয়েছেন, “কমিটিগুলি নানা দাবি জানিয়েছেন। সেগুলি সমাধান করার চেষ্টা করা হবে। বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Department
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper