Home » চালু হল নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস

চালু হল নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস

by Biplabi Sabyasachi
0 comments

Paharia Express

পত্রিকা প্রতিনিধি: করোনা (Covid) আবহের কারনে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত শনিবার থেকে ফের চালু হল পাহাড়িয়া এক্সপ্রেস (Paharia Express) ৷ করোনা অতিমারির কারণে দীর্ঘ লকডাউন আর তারই জেরে স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। এর পর ধীরে ধীরে কিছু সংখ্যক ট্রেন চলাচল শুরু হলেও, এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধই আছে। একই অবস্থা দিঘা (Digha) – তমলুক (Tamluk) – হাওড়া (Howrah) রেলপথেও। এখন পর্যন্ত সাপ্তাহিক হিসেবে মাত্র তিনটি ট্রেন চলাচল শুরু করেছে দিঘার রেলপথে। তবে এই পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর যে ট্রেনে চেপে আজ ফের দিঘা এলেন বহু পর্যটক। স্বাভাবিক ভাবেই খুশি ট্রেন যাত্রী পর্যটকরা।

আরও পড়ুন:- ‘দুয়ারে সরকার শিবিরে’ ব্যাপক ভিড়, শুধু স্কুল খুলতেই অসুবিধা! মেদিনীপুরে কটাক্ষ শিক্ষক সমিতির

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ‘লক্ষ্মী ভান্ডারে’র ফর্ম তৃণমূল পার্টি অফিস থেকে দেওয়ার অভিযোগে শোরগোল মেদিনীপুর সদরে

পাহাড়িয়া এক্সপ্রেস ফের চালু হওয়ায় খুশি দিঘার হোটেল মালিক থেকে সৈকত শহরের ছোট বড়, সব ব্যবসায়ীরাও।
তবে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজই প্রথম নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি সমুদ্র শহর দিঘায় আসার এক্সপ্রেস ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস চালু হল। শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে ভায়া হাওড়া হয়ে ট্রেনটি প্রচুর পর্যটক নিয়ে দিঘায় এসে৩ পৌঁছয়। অনেকদিনের পর উত্তরবঙ্গের (North Bengal) মানুষ সমুদ্র সৈকতে বেড়াতে আসার জন্য সরাসরি রেল পরিষেবা পেয়ে খুশি। অন্যদিকে দিঘার সঙ্গে পর পর দুরপাল্লার রেল পরিষেবা চালু হতেই বহু পর্যটকদের আনাগোনা বাড়ছে সৈকত নগরীতে। যা নিয়ে খুশি হোটেল ব্যবসায়ীরা। খুশি পর্যটকরাও।

আরও পড়ুন:- ‘ভিক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিদিমণি নাটক করছেন’, মমতাকে চরম কটাক্ষ দিলীপের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paharia Express

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.