Electrocuted : ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মকরামপুর পঞ্চায়েতের গুঁড়ি এলাকার সুরতপুরে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে গিয়েছিল। কোনও কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হওয়ায় খুঁটিতে ওঠার পর তারের সংস্পর্শে এসে তড়িতাহত হন তরুণ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণের। ঘটনাটি ঘটেছ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার সুরতপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমেন পড়িয়া (২২), বাড়ি নারায়ণগড়ের বহুরূপা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মকরামপুর পঞ্চায়েতের গুঁড়ি এলাকার সুরতপুরে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে গিয়েছিল।
আরও পড়ুন : খড়্গপুর পৌরসভায় বিরোধী শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন চার কাউন্সিলর
সোমবার সকালে সেই ছেঁড়া তারের সংযোগ করার কাজে এসেছিলেন কয়েকজন বিদ্যুৎ কর্মী। কোনও কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হওয়ায় খুঁটিতে ওঠার পর তারের সংস্পর্শে এসে তড়িতাহত হন তরুণ। ঘটনাস্থলেই খুঁটি থেকে নীচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন : ফিরল বাপ্পাদিত্যর কফিনবন্দী দেহ, খড়্গপুরে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল জওয়ানের শেষকৃত্য
Electrocuted
মৃতের পরিবারের অভিযোগ, বিদ্যুতের লাইনে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ করানো হয়েছে। বিদ্যুৎ বন্টন সংস্থার ঠিকাদারের গাফিলতির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের শাস্তির দাবি তুলেছে পরিবার। মৃতের মামা উমাপদ ভীম বলেন,” বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ করিয়েছে ঠিকাদার। তাতেই এই ঘটনা। খুঁটিতে উঠে কাজ করছিল ভাগ্নে। আমরা পুলিশে লিখিত অভিযোগ জানাব।”
আরও পড়ুন : ৯৯ বছরে প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন রানি রূপমঞ্জরী দেবী
গত প্রায় দু’বছর ধরে নারায়ণগড় বিদ্যুৎ বন্টন শাখায় ঠিকাদারের অধীনে কাজ করতেন সৌমন। তার মৃত্যুতে শোক পরিবারে। সোমবারই মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিদ্যুত বন্টন সংস্থার জেলার রিজিওনাল ম্যানেজার সৌভিক বেরা বলেন,” ঘটনার তদন্ত হবে। যদি কারোর দোষ প্রমাণিত হয় তার উপযুক্ত ব্যবস্থা হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Electrocuted
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore