A young man died in an elephant attack at the beginning of the new year.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নতুন বছরের শুরুতেই ফের হাতির আক্রমণ। যার জেরে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায়। ওই যুবকের নাম চন্দ্রকান্ত মন্ডল বাড়ি মানিকপাড়ার বল্লা এলাকায়। জানা গিয়েছে, সাতটি হাতির একটি পাল কলাইকুন্ডা এলাকা থেকে মানিকপাড়া দিয়ে মেদিনীপুর সদরে পাঠানোর চেষ্টা করে হুলা টিমের সদস্যরা। ওই টিমে চন্দ্রকান্তও ছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
হাতির পাল মেদিনীপুর সদরের চাঁদড়া প্রবেশ করার আগে কংসাবতী নদীর তীরে চিথলবনী এলাকার কৃষি জমিতে হুলার টিমের সদস্যদের তাড়া করে নিয়ে যায়। সেই সময় চন্দ্রকান্ত পড়ে গেলে তাকে শুঁড়ে ধরে আছাড় মারে। তড়িঘড়ি অন্যান্যরা হাতিটিকে কোনো রকমে তাড়িয়ে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তবে হাতির পালটি কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদরের চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে প্রবেশ করে।
Elephant Attack
আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা
আরও পড়ুন : রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন
যাতায়াতের পথে কয়েক বিঘা জমির আলু নষ্ট করে দেয়। কলাইকুন্ডা এলাকার হুলা টিমের এক সদস্য জানিয়েছেন, “হাতির ওই পালটি মাঝেমধ্যে এরকম তাড়া করে নিয়ে আসে। সাবধানে কাজ না করলে আরও বিপদ ঘটতে পারে।” এদিকে চাঁদড়ার হুলা টিমের সদস্যরা ওই মৃত্যুর ঘটনায় হাতির পালকে তাড়াতে যেতে চাইছেন না আতঙ্কে। তবে বনদপ্তর সূত্রে খবর হাতির পালের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
কৃষি ও ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ গ্রাহকদের চার্জ ও স্মার্ট মিটারের নামে টাকা লুট করা হচ্ছে। জঙ্গলমহলের বাসিন্দারা হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রায়দিনই ফসলের ক্ষতি ছাড়াও কোথাও না কোথাও হাতির আক্রমণে বাড়িঘর ভাঙার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দাবি জানিয়েছি ময়ূরঝর্ণা প্রকল্পকে দ্রুত বাস্তবায়িত করার।” তবে দাবি না মিটলে ফের ঘেরাও আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের।
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper