Home » Elephant Attack : ৫ কিলোমিটার দাঁতালকে তাড়া মেদিনীপুরে, ঝাড়গ্রামে হাতির হানায় আহত ব্যক্তি

Elephant Attack : ৫ কিলোমিটার দাঁতালকে তাড়া মেদিনীপুরে, ঝাড়গ্রামে হাতির হানায় আহত ব্যক্তি

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিনের আলোয় ফসলহীন জমিতে দাঁতালের প্রবেশ। দেখতে পেয়েই তাড়া করে ‘মজা’ নেওয়ার উৎসব স্থানীয়দের। প্রায় ৫ কিলোমিটার রাস্তা তার পেছনে চলল চিৎকার, চেঁচামেচি, হট্টগোল। বিভিন্ন পোজে সেলফি তোলা থেকেও বিরত নেই। সবকিছু সহ্য করে ‘নীরবে’ মেদিনীপুর সদরের চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে ঢুকে পড়ল দল বিচ্ছিন্ন দাঁতাল হাতিটি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

পুরো রাস্তায় দুর্ঘটনা এড়াতে তটস্থ ছিলেন বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার পলাশিয়াতে। সম্প্রতি গোয়ালতোড় সহ বেশ কয়েকটি এলাকাতে এভাবে হাতিকে তাড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তবু উল্লাস কমেনি হাতিকে খোঁচানোর!” জানা গিয়েছে, কলাইকুন্ডা রেঞ্জ এলাকার জঙ্গল থেকে বিশাল একটি দাঁতাল হাতি দল বিচ্ছিন্ন হয়ে যায় কোন কারনে।

এরপরে ওই এলাকা থেকে কংসাবতী নদী পার হয়ে সকালে মেদিনীপুর সদরের অভিমুখে রওনা দেয় সে। দিনের আলোতে সকাল আটটা নাগাদ ফাঁকা মাঠে বিশাল দাঁতাল হাতি ধীরগতিতে আসছে দেখে গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে। পরে শুরু হয় তাকে ঘিরে উল্লাস। হাতির পেছনে কয়েকশো মানুষ চেঁচামেচি ও আওয়াজ শুরু করে। কেউ আবার পাথর ছুঁড়ে। খবর পেয়ে হাজির হয়েছিল বনদপ্তরের কর্মীরাও। বারবার হাতির পেছনে এই ধরণের ভিড়কে সাবধান হওয়ার পরামর্শ দিলেও কোনরকম ভ্রুক্ষেপ ছিল না।

মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জ এলাকার পলাশিয়া হয়ে শুকনাখালির জঙ্গলে প্রবেশ করে হাতিটি। তবে কোথাও কারো কোনো ক্ষতি করেনি। বন কর্মীরা জানান, “সম্প্রতি গোয়ালতোড় ও বেশ কয়েকটি এলাকাতে এভাবেই হাতিকে উত্তপ্ত করতে গিয়ে পাল্টা হাতির হামলাতে প্রাণ হারিয়েছেন কয়েকজন। সেজন্য বারবার হাতিকে উত্তপ্ত না করার জন্য সতর্ক করা হয় গ্রামবাসীদের। কিন্তু কেউই সে বিষয়ে সচেতন নন।

আরও পড়ুন : কিষাণ মান্ডিতে ধান কেনায় দুর্নীতি! দাঁতন-২ ব্লক অফিসে কৃষক বিক্ষোভ

আরও পড়ুন : ৫০ টির মতো আদিবাসী পরিবার পাননি আবাস যোজনার ঘর, ক্ষোভ দাসপুরের গ্রামে

একই ঘটনা বারবার ঘটায় প্রাণহানির আশঙ্কা আরও বাড়ে।” অন্যদিকে হাতির হানায় জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসপত্রীর জঙ্গলে। জখম ব্যক্তির নাম কালিপদ নায়েক। বাড়ি সাঁকরাইলের খয়রাপাটি গ্রামে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বাসপত্রীর জঙ্গলের ক্যানেল পাড় ধরে যাতায়াতের সময় হঠাৎ একটি হাতির সামনে পড়ে যান। হাতিটি শুঁড়ে ধরে ছুঁড়ে ফেলে দেয়। তাতে পায়ে গুরুতর জখম পেয়ে হাসপাতালে ভর্তি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant Attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.