বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় বাসটি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : মহিষাদলের গেঁওখালিতে বাস দুর্ঘটনা,আহত ২২ জন

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্বপন কুন্ডু নামে এক ব্যক্তি একটি এক্সেল সুপার বাইক নিয়ে সড়ক পারাপারের সময় বাসটির সামনে চলে আসেন। বাসটি খড়্গপুর থেকে মকরামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ বাইকটি সামনে চলে আসায় বাস চালক সজোরে ব্রেক কষেন এবং তাতেই বাসটি উল্টে যায়।

এই ঘটনায় কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bus Accident
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper