বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি পর্যটক বোঝাই বাস। মাল বোঝাই লরির পিছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে প্রায় ৩৬ জন পর্যটক, যার মধ্যে রয়েছেন মহিলা ও ছোটো শিশু। আহতদের মধ্যে গুরুতর জখম হয়েছেন ১৪ জন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রী দু’ টো নাগাদ খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার বড়ামারা এলাকায়। জানা গিয়েছে ” দুর্গাপুর থেকে একটি টুরিস্ট বাসে করে দিন কয়েক আগে পুরী ভ্রমনের জন্য গিয়েছিলেন প্রায় ৭৬ জন পর্যটক। ভ্রমণ করে ফেরার পথে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার বড়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কোন এক মাল বোঝাই লরি গাড়ির পেছনে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টুরিস্ট বাসের সামনের অংশ।
3/4. আহত হন কমপক্ষে প্রায় ৩৬ জন। যার মধ্যে গুরুতর জখম হয়েছেন ১৪ জন পর্যটক। বাসের মধ্যে থাকা এক পর্যটক রাজু প্রামানিক জানান “- ২৭ এ ফেব্রুয়ারি দুর্গাপুর থেকে পুরী ভ্রমণ করতে গিয়েছিলাম। এদিন রাতে বালেশ্বর এ খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথেই হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। এরপরই বাসের মধ্যে থাকা সকলেই সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যান। তিনি আরো বলেন চালকের সামনে বসা একজন কাঁচ ভেঙ্গে বাইরে ছিটকে পড়ে যায়। একাধিক জন আহত ও হয়েছেন।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
4/4. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ। এরপর নারায়ণগড় থানার ওসি সুজয় লায়েকের তত্ত্বাবধানে আহাতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দুটি হাসপাতাল বেলদা সুপার স্পেশালিটি ও মকরামপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশের চেষ্টায় দুর্ঘটনা গ্রস্থ বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল
আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bus accident 36 passengers injured
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper