বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতির পালকে সরাতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে মশাল টিমের সদস্য এবং অস্থায়ী বনকর্মীরা। কোনো কড়া পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে বনাধিকারিকরা। কোথাও আবার রাজনৈতিক দলের নেতারা অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে। যার ফলে মারধর করার ঘটনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। বনদপ্তরের আধিকারিকরাও কার্যত অসহায় বোধ করে নিজেদের গুটিয়ে ফেলছেন। ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর সর্বত্রই এই চিত্র উঠে এসেছে একাধিকবার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
এবার কৃষি জমি থেকে হাতির পালকে সরাতে গিয়ে আক্রান্ত বনদপ্তরের অস্থায়ী কর্মী। ওই কর্মীর নাম খোকন মাহাত। ঘটনাটি ঘটে সোমবার রাতে মেদিনীপুর সদরের চাঁদড়ার এল্লাবনী এলাকায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে চাঁদড়ার বিভিন্ন জঙ্গলে আশ্রয় নেয় একাধিক হাতির পাল। এরই মধ্যে ৩০টি হাতির একটি পাল সন্ধ্যা নাগাদ জঙ্গল ছেড়ে বেলিয়া এলাকায় কৃষি জমিতে নেমে পড়ে। সেখান থেকে এল্লাবনী হয়ে কংসাবতী নদীর উদ্দেশ্যে যায়। জমির ফসলের ব্যাপক ক্ষতি আটকাতে এবং কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিক লক্ষ্য রেখে হাতির পিছু নেই বনকর্মীরা।
Elephant Attack
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
এল্লাবনী এলাকায় হাতি রাস্তা পেরোতেই এক যুবক এসে আগুনের মশাল নিয়ে বনকর্মীদের মারধর করে বলে অভিযোগ। তাতে খোকন মাহাত নামে এক অস্থায়ী বনকর্মী আঘাত পান। রাতেই হাতির পালটি কংসাবতী নদী পেরিয়ে কলাইকুন্ডার জঙ্গলে চলে যায়। বিষয়টি গুড়গুড়িপাল থানায় জানানো হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সৈকত বিশ্বাস। ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছে মশাল টিমের সদস্যরা। তাদের দাবি, বনদপ্তর কড়া পদক্ষেপ না নেওয়ায় বারবার এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper