Midnapore Medical College
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আরজিকর হাসপাতালে একছত্র আধিপত্য চালাত সন্দীপ ঘোষ ও তার বাহিনী। যেমন অভিযোগ ওখানে ঠিক একইরকম অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজেও। এখানে ‘দাদাগিরি’ তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। কেন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ? শাসকদলের ছত্রছায়ায় ওই টিএমসিপি নেতা রয়েছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রথম বর্ষের মেডিকেল পড়ুয়াদের র্যাগিং করা হয়। ছাত্রীদের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য করানো হয় বলেও অভিযোগ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
কে ওই টিএমসিপি নেতা? আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানান, ওই টিএমসিপি নেতা হলেন মুস্তাফিজুর রহমান। গত তিন বছর আগে সে পাশ করে বেরিয়ে যায়। তারপরেও হোস্টেলের একটি রুম দখল করে রয়েছে এখনো। বৃহস্পতিবার মুস্তাফিজুর সহ বেশ কয়েকজনকে বহিষ্কারের দাবি তুলে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতির মধ্যেই আন্দোলনের ঝাঁঝ বাড়ালো জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের নানাভাবে হুমকি দিচ্ছিল এবং হেনস্তা করছিল তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত মুস্তাফিজুর রহমান সহ বেশ কয়েকজন।
আরও পড়ুন : ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্সের মেলা মেদিনীপুরে, দেখে নিন কোন থানা এলাকার বাসিন্দাদের কবে সুযোগ
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
Midnapore Medical College
এদের প্রত্যেককে অবিলম্বে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি তুলে এদিন দুপুর থেকে প্রথমে অধ্যক্ষর সঙ্গে বৈঠকে বসে জুনিয়র ডাক্তাররা। প্রায় আড়াই ঘন্টা বৈঠকের পর অধ্যক্ষের রুমের সামনে বসেই স্লোগান দিতে থাকেন। হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবিও তোলেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলেন, “শাসক দলের ছত্রছায়ায় থেকে মুস্তাফিজুর কলেজে র্যাগিং চালাতো। কাউকে ফেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অনেককে হোস্টেল থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। প্রথম বর্ষের ছাত্রীদের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পর্যন্ত করানো হয়। কোথাও অভিযোগ জানানোর কথা বললে সে বলতো স্বাস্থ্য ভবনে অভিযোগ জানালেও তার কিছু করতে পারবো না।”
অবিলম্বে এই মুস্তাফিজুরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাদের দাবি, গত তিন বছর আগে পাস করে গেলেও এখনো হোস্টেলের একটি রুম দখল করে রয়েছে। সন্দীপ ঘোষের সঙ্গে এর যোগাযোগও রয়েছে। যার একটি ছবিও এদিন প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের মতোই এখানেও তৃণমূল ছাত্র পরিষদের একটি চক্র দাদাগিরি চালাতো বলে অভিযোগ। যদিও পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Medical College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper