ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে মোহনবাগান। তাতে প্রধান প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গল এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। বেঙ্গালুরুকে হারাতে পারলে সুপার সিক্সে ওঠার চান্স অনেকটাই থাকছে লাল হলুদের। সেই লক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবে নতুন নতুন খেলোয়াড়রা এখনো যোগ দিচ্ছে। এবার সেই দলে যোগ দেবে ‘রামলাল’! এমনই ট্রোল শুরু হয়েছে জঙ্গলমহলে। ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে মোহনবাগানের সমর্থকরা। তবে এই রামলাল রক্ত-মাংসের হলেও মানুষ নয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সে জঙ্গলের একটি দলছুট হাতি। শান্ত স্বভাবের এই হাতিটির দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অবাধ বিচরণ। গ্রামের অলিগলি পথ, খেলার মাঠ সর্বত্রই সেই অবাধে বিচরণ করে। যখন খিদে পায়, তখনই দিনের আলোয় নেমে পড়ে জমিতে, গোডাউনের শাটার ভেঙ্গে চাল বের করে অথবা সড়কে গাড়ি দাঁড় করিয়ে ধান-চাল-সবজির বস্তা নামিয়ে খেয়ে ফেলে। মানুষকে আক্রমণ করার কোন চিন্তা ভাবনা নেই। তবে ‘মাঝ মাঠের খেলোয়াড়’ রামলাল অনেক সময় যে আক্রমণাত্মক হয়ে ওঠে তার চিত্রও কিন্তু ধরা পড়েছিল গোয়ালতোড়ে। বৃহস্পতিবার সাত সকালে সে হাজির হয়ে যায় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ঢড়রাশোল বিবেকানন্দ ক্লাবের ফুটবল মাঠে।
Paschim Medinipur
সেই সময় ওই মাঠে ফুটবল প্র্যাকটিস করছিলেন ওই ক্লাবের খেলোয়াড়রা। মাঠে রামলালের উপস্থিতি দেখে বল ফেলে দূরে সরে যায়। রামলাল সেই বল লক্ষ্য করে এগিয়ে চলে। দীর্ঘক্ষণ বল পায়ে নিয়ে তার কেরামতি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন গ্রামবাসীরা। খেলতে গিয়ে ফাটিয়ে দিয়েছে দুটি ফুটবল। পরে একটি বল নিয়ে রাস্তায় দুলকিচালে খেলতে খেলতে জঙ্গলের পথে এগিয়ে যায়। কখনও ব্যাক শর্ট, কখনও সামনের গোল পোস্ট লক্ষ্য করে সজোরে শর্ট। তবে সে এখনও চান্স পায়নি ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানে। তবে তার লক্ষ্য অবিচল। হয়তো তার প্রিয় ফুটবলার রোনাল্ডো কিংবা মেসি।
আরও পড়ুন : রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার তিন
আরও পড়ুন : দাসপুর এবং গড়বেতায় চোলাই অভিযান আবগারি পুলিশের, গ্রেফতার দুই
সাতসকালে এমন মনোমুগ্ধকর ছবি সাধারণ মানুষ এবং নেটিজেনদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ওই ক্লাবের অধিকাংশ সদস্যই ইস্টবেঙ্গল সমর্থক। মোহনবাগানের সমর্থকও রয়েছে। কখনো ব্যাক শর্ট, কখনো সামনে লং শর্ট, কখনো আবার গোলপোস্টে বল মারা। বেশ কিছুক্ষণ ফুটবল নিয়ে ব্যস্ত ছিল সে। তা দেখে মোহনবাগানের অনেক সমর্থক কটাক্ষ করে বলেছে, এবার সুপার সিক্সে ওঠার জন্য ইস্টবেঙ্গল দলে ‘রামলাল’ নাম লেখাবে। ওই গ্রামের অমিত মাহাত, মনোজ মাহাত-রা বলেন, “সাত সকালে যখন ছেলেরা মাঠে খেলছিল তখন রামলাল এসে হাজির হয়ে যায়।
বল ছেড়ে তারা দূরে সরে গেলে সেই বল নিয়েই খেলতে শুরু করে রামলাল। আমাদের ক্লাবের অধিকাংশ সদস্য ইস্টবেঙ্গল সমর্থক। রামলালও ইস্টবেঙ্গলকে ভালোবেসে ফুটবল খেলতে এসেছিল। সুপার সিক্সে আমাদের দল উঠবেই।” উল্লেখ্য, ওই গ্রামেরই ফুটবলার পিন্টু মাহাত একসময় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলে খেলেছেন। তবে কটাক্ষ করেছেন মোহনবাগান সমর্থক উত্তম মাহাত। তিনি বলেন, “রামলাল আসুক বা শংকরলাল, (শংকরলাল আক্রমণাত্মক হাতি) ইন্ডিয়ান সুপার লিগ জেতা তো দূরের কথা, আগে সুপার সিক্সে উঠে দেখাক ওরা।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper