Paschim Medinipur: Did you work for 100 days? The District Magistrate visited the village to find out the truth
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে কলকাতায় ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনামঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, ২১ লক্ষ শ্রমিক যারা ১০০ দিনের কাজ করেছিলেন, তাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। তবে ২১ ফেব্রুয়ারি সে টাকা দেওয়া হচ্ছে না। বদলে ১ মার্চ থেকে তা দেওয়া শুরু হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোন অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য রাজ্য জুড়ে সহায়তা শিবির করবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ব্লক অফিসগুলিতে রাতদিন কাজ করে প্রাপকদের তালিকা তৈরি করেছিল প্রশাসন। এরই মধ্যে সরজমিনে খতিয়ে দেখতে গ্রামে হাজির হলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী। সত্যি কাজ করেছেন কিনা তা যাচাই করলেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা বা কোন ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখলেন। খোঁজ নিলেন সরকারি অন্যান্য সুবিধা পাচ্ছেন কিনা।
Paschim Medinipur
আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি
আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা
শনিবার মেদিনীপুর সদর ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম কেশবপুরে হাজির হয়েছিলেন জেলা শাসক, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। যারা ১০০ দিনের কাজের টাকা পাবেন সেই তালিকা খতিয়ে দেখা এবং তারা সত্যি কাজ করেছিলেন কিনা তাদের নাম ধরে ধরে ডেকে জিজ্ঞাসা করলেন জেলা শাসক। পাশাপাশি যাদের ব্যাঙ্কের বই নেই বা ত্রুটি রয়েছে তাদের সমাধানের পথও দেখিয়ে দেন তিনি।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper