ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২২ মার্চ বিশ্ব জল সংরক্ষণ দিবসে ঘাটালের মনসুকায় বিশেষ উদ্যোগ দেখা গেল প্রশাসনের। এদিন মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং ঘাটাল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে মনসুকা এলাকায় জনসচেতনতার প্রচার চালানো হয়। জল অপচয়ের বিরুদ্ধে নানান বার্তা দেওয়া হয় এলাকায়। এলাকার প্রায় দু’শো মহিলা, স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মী সহ সচেতন ব্যক্তিদের নিয়ে সচেতনতার প্রচার চালানো হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Hereবাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
প্রচারে অংশ নেন ঘাটালের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন্ত সাহা। সকলকে বোঝানো হয়, “আজকের জলের অপচয় আগামী দিনে মরুভূমিতে বসবাসের সমান।” জল অপচয়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয় এদিনের প্রচারে। পাশাপাশি মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রূপায়নের কথাও জানান সুমন্তবাবু ও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সামগ্রিকভাবে ওই এলাকা সুনির্মল রাখার উদ্দেশ্যে ময়লা-আবর্জনা পরিকল্পনামত নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা হতে চলেছে খুব শীঘ্রই।
World Water Conservation Day
আরও পড়ুন : ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলু-লঙ্কা-বেগুনের মালা পরে পথে বসলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট
বর্জ্য-ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে এলাকার ময়লা-আবর্জনা সহ যেকোনো বর্জ্য পদার্থ পাড়াভিত্তিক সংগ্রহ ও তা সঠিক জায়গায় স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে। তবে এই ধরনের উদ্যোগ পূর্বে পুর-এলাকাগুলিতে থাকলেও গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উদ্যোগ ঘাটালে প্রথম। এ বিষয়ে মনশুকা- ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পন্ডিত সাতিক বলেন, শহরতলির ধাঁচে বর্জ্য পদার্থ রাখার জন্য প্রতি বাড়িতে বালতি প্রদান করা হবে। ওই কাজে নিযুক্ত সংশ্লিষ্ট কর্মীরা তা অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা করবে। এলাকা দূষণমুক্ত ও নির্মল রাখার জন্যই এই উদ্যোগ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে শিকারিদের পথ আটকে ফেরত পাঠাল বনকর্মী ও পুলিশ! জঙ্গল পথে টহল
আরও পড়ুন : বাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
World Water Conservation Day
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper