Secondary examination student killed by elephant attack in Jalpaiguri on the way of travel.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীর। শোক নেমে এসেছে পরিবারে। বন দফতরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে কার্যত ব্যর্থ বন দফতর। জলপাইগুড়ির ঘটনার পর আরও সতর্ক মেদিনীপুর বনবিভাগ। এই মুহূর্তে বিভিন্ন দলে ভাগ হয়ে ৫০ টি হাতি রয়েছে মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন জঙ্গলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সমস্ত রেঞ্জ অফিসগুলিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চাঁদড়া, পিড়াকাটা, ভাদুতলা, গোদাপিয়াশাল, আড়াবাড়ি, লালগড় রেঞ্জের বনকর্মীরা জঙ্গল রাস্তায় পাহারায় থাকেন। তাতে খুশি ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও। জানা গিয়েছে, হাতির যাতায়াতের জঙ্গলের যেসব রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে, সেই রাস্তায় ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা পাহারা ছিলেন। জেলার জঙ্গল পথে সমস্যা বলতে মূলত হাতির উপদ্রব। বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দলছুট দাঁতালরা।
Elephant Attack
মাঝেমধ্যে জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে চলে আসে। পরিস্থিতির উপর নজর রেখে এদিন হাতির গতিপথের রাস্তায় কার্যত ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন বনকর্মীরা। এক বনাধিকারী জানান, “জঙ্গল রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে বন্যপ্রাণী দ্বারা বাধা সৃষ্টি না হয়, তার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বনকর্মীরা নজরদারি চালাবে পরীক্ষার দিনগুলিতে।” এদিন গুড়গুড়িপালের ভাদুলিয়ার জঙ্গলে ঐরাবত গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন বনকর্মীরা। কোনরকম অসুবিধার সম্মুখীন হলে বনকর্মীদের ফোনে জানানোর বার্তাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন : স্কুলছুট ! পশ্চিম মেদিনীপুরে কমল মাধ্যমিক পরীক্ষার্থী, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া নিরাপত্তা
ভাদুতলা, পিড়াকাটার জঙ্গলেও পাহারায় ছিলেন। অনেক এলাকায় হাতি না থাকলেও অন্য কোনো বন্যপ্রাণী দ্বারা বাধার সম্মুখীন যাতে হতে না হয় তার জন্যও পাহারায় ছিলেন বনকর্মীরা। নির্বিঘ্নে জীবনের প্রথম বড় পরীক্ষার দিনে জঙ্গলের পথে স্বাভাবিক যাতায়াত করতে পেরে খুশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। এক অভিভাবক কেশব আড়ি বলেন, “বনকর্মীরা জঙ্গলের রাস্তায় থাকায় আমরা অনেকটা নিরাপদে যাতায়াত করতে পারছি। বনকর্মীরা ফোন নম্বরও দিয়েছেন জঙ্গল রাস্তায় কোনো অসুবিধা হলে ফোন করতে।”
আরও পড়ুন : ফের গড়বেতায় সরকারী জায়গা থেকে গাছ কেটে পাচারের অভিযোগ
আরও পড়ুন : অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করে বাড়ি ফেরাল ঘাটাল থানার পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper