ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়ার পুরসভা পরিচালিত খড়ার সুপার মার্কেট নামে একটি সব্জি বাজার টেন্ডার ডেকে ঠিকাদারের আওতায় লিজ দেওয়া নিয়ে সম্প্রতি পুরসভা কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ চরমে উঠছে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের নিয়ে পুরসভার ডাকা আলোচনা সভায় সেই নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা তৈরি হয় বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি বিগত কয়েক বছর ধরে এই সব্জি মার্কেট পুরসাভা দ্বারাই পরিচালিত হয়ে আসছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিন্তু হঠাৎ করে পুরবোর্ড তা ওপেন টেন্ডার দিয়ে বেসরকারিকরণ করতে চাইছে। বেসরকারিকরণ করলে বিক্রেতাদের মাথায় বেশি চাঁদা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা। এই নিয়ে ব্যবসায়ীদের পুরসাভার তত্ত্বাবধানেই চলুক সুপার মার্কেট নামে এই সব্জিবাজার। তাঁরা আরও বলেন ব্যবসায়ীদের কথা গুরত্ব না দিয়ে ঠিকাদারকে দিয়ে বাজারের রাস ঠিকাদারকে দিলে বৃ্হত্তর প্রতিবাদ জানাবেন তাঁরা।
Kharar Municipality
এ বিষয়ে খড়ার পুরবোর্ড তাঁদের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। পুরবোর্ডের চেয়ারম্যান সন্ন্যাসী দোলই সহ বোর্ডের সদস্য অদ্যুৎ মন্ডল জানিয়েছেন, এই সব্জিবাজার ঠিকাদারের আওতায় নিয়ে এলেও আগামী তিন বছর ব্যবসাদারদের কোনও বাড়তি চাঁদা বহন করতে হবে না। পুরসভা দ্বারা বাজারটি পরিচালনা করতে গিয়ে পরিচালনার জন্য স্টাফদের পিছনে বড় অঙ্কের টাকা খরচ হয় প্রতি মাসে। ঠিকাদারকে দিলে সেই পরিমান টাকা পুরসভার তহবিলে থাকবে, বছরে সেই অঙ্কটা অনেক।
সেই টাকা দিয়ে বৃহত্তর কোনও কাজ করা যেতে পারে। এবং তা পুরবাসীর কাজেই লাগবে। এ বিষয়ে কারও সকলব্যবসায়ীকে আবারও বোঝানো হবে। ব্যবসাদারদের ক্ষোভের পিছনে কোনও রাজনৈতিক উস্কানি থাকতে পারে বলে জানান পুরবোর্ডের সদস্যরা। তবে পুরবোর্ডের সদস্যরা জানিয়েছেন নিয়ম মেনে শর্ত সাপেক্ষে এই সুপার মার্কেটের ওপেন টেন্ডার ডাকা হবে খুব শীঘ্রই। জানাগেছে গত সোমবার মাইক প্রচার করে এই মার্কেটের ওপেন টেন্ডার ডাকা হয়েছিল, সেদিনও ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করায় টেন্ডার প্রক্রিয়ার কাজ অসম্পূর্ণ থেকে যায়।
আরও পড়ুন : সাংসদ দেবের উদ্যোগে ৮৮৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি পেলেন সহায়ক সামগ্রী
পরে লিজ দেওয়ার বিরোধীতা করে পুরসভায় ডেপুটেশন দেয় সিপিএম। এই চাপা উত্তেজনার মধ্যেই গতকাল ব্যবসায়ীদের নিয়ে এক প্রস্থ আলোচনায় বসে পুরবোর্ডের সদস্যরা। কিন্তু সেই আলোচনার মধ্যেই উভয়ের মধ্যে বাক-বিতন্ডা তৈরি হয়। তারপরেই আলোচনা সভা ত্যাগ করে মিটিংহল থেকে ছাড়েন ব্যবসায়ীরা। আলোচনা প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক এবং এক কাউনসিলরের উপর ক্ষোভ প্রাকশ করেন ব্যবসায়ীরা। এরপর দেখার পুরসভা পরিচালিত সুপার মার্কেট আগের মতই চলে নাকি ঠিকাদারের আওতায় যায়!
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharar Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper