ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটির তহবিল থেকে ঘাটাল মহকুমার ৯৩ জন অসহায় ব্যক্তিকে সহায়তা স্বরূপ তুলে দেওয়া হলো মোট ৩ লক্ষ ১৯ হাজার টাকা। তাদের মধ্যে ২০ জন ক্যানসার আক্রান্ত রোগীকে পাঁচ হাজার টাকা করে মোট দেওয়া হয়েছে এক লক্ষ টাকা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
৫৩ জন দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে তিন হাজার টাকা করে মোট এক লক্ষ ৫৯ হাজার টাকা দেওয়া হয়েছে এবং ২০ জন যক্ষারোগীকে তিন হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা তুলে দিল ঘাটাল উৎসব ও মেলাকমিটি। গত বুধবার শেষ হয়েছে এবারের মেলা।
Ghatal Utsav 2023
আরও পড়ুন : হাতি দেখতে গিয়ে মেদিনীপুর সদরে হাতির হানায় গুরুতর জখম এক ব্যক্তি
আরও পড়ুন : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর
মেলা শেষ হওয়ার পরেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং দুরারোগ্য রোগীদের কাছে নগদ টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ মাজি । প্রসঙ্গত, মেলার মাঠে দোকান বসানো বাবদ টেন্ডারের মাধ্যমে মেলা কমিটির তহবিলে জমা হয়েছিল ১ কোটি ৩৮ লক্ষ টাকা। সেই টাকা থেকেই এই সহায়তা প্রদান বলে মেলা কমিটি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন : অবৈজ্ঞানিক এবং ইতিহাস বিকৃত ক্যালেন্ডার প্রকাশের অভিযোগ খড়্গপুর আইআইটি’র
আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ মেদিনীপুর সদরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal Utsav 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper