ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবাস যোজনা থেকে অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়া, যোগ্যদের পরিবর্তে নেতাদের পরিবারের লোকজন পাচ্ছে চাকরি। এমনই একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা বিজেপি নেত্রীর। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে রাজ্য নেতৃত্বরা। অঞ্চল সম্মেলনগুলিতেও উপস্থিত হচ্ছেন রাজ্যের বিভিন্ন নেতা-নেত্রীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পঞ্চায়েত ভোটের আগে পুনরায় জঙ্গলমহলের এলাকাগুলিতে সংগঠনের বিস্তারের চেষ্টা বিজেপি নেতাদের। এমনই মঙ্গলবার মেদিনীপুর সদরের মনিদহ অঞ্চল সম্মেলনে উপস্থিত হলেন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পল। সম্মেলনে যোগ দেওয়ার আগে স্থানীয় এক কর্মীর বাড়িতে গিয়ে জনসংযোগ সারেন। তবে রাজ্য নেত্রীকে সামনে রেখে অঞ্চল সম্মেলনে আশানুরূপ জমায়েত হয়নি বলে মনে করছেন বিজেপির একাংশ।
বিভিন্ন বুথ থেকে যা আশা করা হয়েছিল, তার থেকে কর্মী-সমর্থক কম এসেছে। নেতাদের লক্ষ্য যে আগামী পঞ্চায়েত ভোট তা পরিষ্কার করে দিয়েছেন এদিন। মেদিনীপুর সদরের (পশ্চিম) চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গতবারে বিজেপি ধেড়ুয়া ও চাঁদড়া এই দুটিতে বোর্ড গঠন করেছিল। মণিদহ ও কনকাবতী হাত ছাড়া হয়েছিল। এবারে চারটি অঞ্চলেই লক্ষ্য তাদের। তবে আগের থেকে কর্মীদের উচ্ছ্বাস অনেকটাই কম।
Anubrata Mondal
এদিন উপস্থিত হয়ে অগ্নিমিত্রা পল আবাস যোজনা থেকে শুরু করে চাকরির নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, “পাকা বাড়ি আছে সেই তৃণমূল নেতারাও আবাস যোজনার বাড়ি পাচ্ছে। সাধারণ গরিব মানুষকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। সমীক্ষায় পুলিশ গিয়েও হুমকি দিচ্ছে। বাড়ি, বাথরুম, রেশন সমস্ত জায়গায় দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতারা।”
আরও পড়ুন : রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর! ২ দিনেই বিক্রী ৯ কোটি ১৩ লক্ষ টাকার মদ
চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয়ে বলেন, “যারা পাস করে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের নিয়োগ দিচ্ছে না তৃণমূল সরকার। আমরা চাই যোগ্যরা চাকরি পাক।” অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “অনুব্রত মণ্ডলকে দিল্লি না যাওয়ার নানা রকম চেষ্টা করছে সরকার। তিনি চলে গেলে এই রাজ্যের অনেকেরই অসুবিধা হবে। তাই এখন নাটক সাজাচ্ছে। তবে আজ হোক বা কাল তাকে দিল্লী যেতেই হবে।”
আরও পড়ুন : পর্যটকদের নিরাপদে সরিয়ে রাতভর বনকর্মীদের চেষ্টায় গোপগড় পার্ক থেকে সরল দাঁতাল
আরও পড়ুন : গোপগড় পার্ক থেকে তখনও ফেরত যাচ্ছেন পর্যটকরা, প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ দাঁতাল হাতির, হুলস্থূল কান্ড
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Anubrata Mondal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper