Elephant Attack
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এমনিতেই খাবার কমে গিয়েছে জঙ্গলে। জমিতেও তেমন ফসল নেই এলাকায়। পাকা ধান অধিকাংশ চাষী তুলে নিয়েছেন বাড়িতে। অভাব পড়ছে হাতির পালের খাবারের। তাই খাবারের খোঁজে শনিবার ভোরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙে ভেতরে থাকা চাল বস্তা বের করে খেলো হাতি। ভাঙচুর চালালো মিষ্টি দোকানে। আতঙ্ক এলাকায়। জানা গিয়েছে, শনিবার ভোরে বেশ কয়েকটি হাতি প্রবেশ করেছিল মেদিনীপুর সদরের এনায়েতপুর এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেখান থেকে দলছুট একটি হাতি লোকালয় সংলগ্ন পিচ রাস্তার ধারে থাকা একের পর এক দোকান ও ঘরে খাবার খোঁজার চেষ্টা করে। শেষমেষ একটি মিষ্টির দোকানে গন্ধ পেয়ে ভাঙচুর চালায়। কাঠের দরজা ভাঙার পর ভেতরে কাঁচের শোকেসটিকেও ভেঙে ফেলে। ততক্ষণে কোন ভাবে বুঝতে পেরে স্থানীয়দের চেঁচামেচিতে হাতিটি এলাকা ছাড়তে বাধ্য হয়। ওখান থেকে চলে যায় গুড়গুড়িপাল এলাকায় থাকা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। সেখানে প্রবেশ করে গন্ধ শুঁকে বুঝতে পারে ভেতরে চালের বস্তা রয়েছে।
Elephant Attack
আরও পড়ুন : রাত পোহালেই TET, রাস্তা সুগম রাখতে মেদিনীপুরে টোটো-অটোতে না! নজরদারি চলবে পুলিশ- প্রশাসনের
দরজা ভেঙে ভেতরে থাকা চালের বস্তা টেনে বের করে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সামনে সেই বস্তা ছিঁড়ে ৫০ কেজি চাল খেয়ে ফেলে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের দিক থেকে প্রায় ১০০ টি হাতি প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সদর , শালবনী এলাকায় ছড়িয়ে রয়েছে। হাতির পাল প্রতিদিনই কোন না কোন এলাকায় ঘোরাফেরা করছে। শনিবার ভোরে মেদিনীপুর সদরে তাণ্ডব করার পর স্থানীয়দের আশঙ্কা রাতে ফের হাতির পাল হানা দিতে পারে খাবারের খোঁজে।
আরও পড়ুন : পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১৭০ টি কেন্দ্রে ৯২ হাজারের বেশী Primary TET পরীক্ষার্থী
আরও পড়ুন : যাদের পাকা ঘর, রয়েছে এসি, তাঁরাই পাচ্ছেন আবাস যোজনার বাড়ি ! ক্ষোভ পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali