Home » Paschim Medinipur : প্রশাসন করেনি! গ্রামবাসীদের উদ্যোগেই শুরু নদীর উপর সাঁকো তৈরি

Paschim Medinipur : প্রশাসন করেনি! গ্রামবাসীদের উদ্যোগেই শুরু নদীর উপর সাঁকো তৈরি

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রশাসনের উপরে আস্থা হারিয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে যাতায়াতের জন্য নদীর উপর তৈরি করল বাঁশের সাঁকো। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের খুড়শী এলাকায়। জানা যায় কয়েক মাস আগে বর্ষায় শিলাবতী নদীর জল বাড়ার ফলে ভেঙে গিয়েছিল চন্দ্রকোনার একাধিক বাঁশের সাঁকো।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Paschim Medinipur
নিজস্ব চিত্র

সেই সাঁকো ভাঙার ফলে নৌকাতে যাতায়াত করছে এলাকার মানুষজন কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসন সাঁকো মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় খুড়শি এলাকার মানুষজন যাতায়াতের জন্য নিজেরাই চাঁদা তুলে বাঁশ কিনে বাঁশের সাঁকো তৈরি করার কাজ শুরু করল। খুড়শি এলাকার শিলাবতী নদীর উপর ওই বাঁশের সাঁকো দিয়েই পারাপার করে ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েত ও ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ।নৌকোতে যাতায়াতের ক্ষেত্রে মাঝেমধ্যেই ঘটত দুর্ঘটনা।

তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে সাঁকো তৈরি করার কাজ শুরু করল।গ্রামবাসীদের দাবি খুড়শি এলাকায় এই সাঁকো তৈরীর কোন উদ্যোগ নেয়নি গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন। একাধিকবার জানিয়েও প্রশাসন কর্নপাত করেনি। তাই আমরা নিজেরাই যাতায়াতের জন্য এই সাঁকো তৈরি করার কাজ শুরু করেছি। এমনকি সাঁকো রক্ষণাবেক্ষণের জন্য এই বৎসর থেকে সাঁকো দিয়ে যাতায়াতকারী ব্যক্তির কাছ থেকে নেওয়া হবে অর্থ বলেও জানিয়েছেন তারা।

Paschim Medinipur

গতবছরও ঠিক ওই একই জায়গায় গ্রামবাসীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল এমনই বাঁশের সাঁকো,সেসময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কিছু আর্থিক সাহায্যও করা হয়েছিল বলে জানান প্রধান ইসমাইল খাঁন।তিনি এবিষয়ে জানান,প্রতিবছর গ্রামবাসীদের উদ্যোগে ওই জায়গায় বাঁশের সাঁকো তৈরি করা হয়,তাতে যা খরচ খরচা হয় গ্রাম পঞ্চায়েত থেকে কিছু সাহায্য করা হত। কিন্তু এবছরও তারা একই উদ্যোগ নিয়েছে বলে আমার কাছেও প্রস্তাব এসেছে,তবে সাঁকো পারাপারে ওরা বিভিন্ন টাকা আদায় করে সেবিষয়ে স্পষ্ট হয়ে তবেই গ্রাম পঞ্চায়েত থেকে কিছু করা সম্ভব।

আরও পড়ুন : এবার জঙ্গলমহলের রাজনীতিতে কেজরিওয়ালের ‘ আম আদমি পার্টি’

আরও পড়ুন : থ্যালাসেমিয়ার সাথে লড়াই করেই ডাক্তারি পড়ায় সুযোগ মেদিনীপুরের ইন্দ্রানীর

“আর এনিয়ে শাসকদল ও তৃণমুল সরকারকে তীব্র কটাক্ষ বিজেপির।চন্দ্রকোনা উত্তর মন্ডলের বিজেপি সভাপতি সুকান্ত দোলই বলেন,”বাম আমল থেকে শুরু করে তৃণমূল সময় কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই এলাকায় নদীর উপর ব্রীজ তৈরী নিয়ে। বিশেষ করে খুড়শি এলাকার মানুষজন প্রত্যেক বছর নিজেদের উদ্যোগে তৈরি করে সাঁকে,যেই সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় প্রচুর মানুষকে,তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে যোগ্য জবাব দেবে এলাকার মানুষজন।মানুষকে ন্যুনতম পরিষেবা দিতে ব্যার্থ তৃণমূল সরকার।”

আরও পড়ুন : ফের দিঘা মোহনায় তেলিয়া ভোলা! দাম উঠল আকাশছোঁয়া

আরও পড়ুন : লক্ষ্য পঞ্চায়েত ভোট, ময়দানে শাসক বিরোধী দুই শিবির

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.