Jhargram Elephant : ঝাড়গ্রাম জেলায় হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য উত্তরবঙ্গ থেকে দুটি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে। আপাতত ওই দুটি কুনকি হাতি কে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তারপর ওই দুটি হাতিকে দিয়ে হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজে লাগানো হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রাম জেলায় হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য উত্তরবঙ্গ থেকে দুটি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে। আপাতত ওই দুটি কুনকি হাতি কে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তারপর ওই দুটি হাতিকে দিয়ে হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজে লাগানো হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়। তাহলে এবার কি হাতির তাণ্ডব থেকে মানুষ মুক্তি পাবে।
মঙ্গলবার হাতি তাড়াতে উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে ” শম্ভু ” ও ” মিনাক্ষী” নামের দুটি হাতি নিয়ে আসা হল ঝাড়গ্রামে। গত কয়েক বছর ধরে জঙ্গলমহল জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির দল ক্রমশ মার মুখী হয়ে উঠছে। হাতির হামলায় যেমন মানুষের মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে, তেমনি আহত হওয়ার ঘটনাও ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ঘর বাড়ি ও ফসলের প্রচুর ক্ষতি করছে এই হাতির দল।
আরও পড়ুন : লক্ষ্মীপুজোর দিনেই সন্তানের ভালো সঙ্গীর কামনায় সুবর্ণরেখার দুই তীরে পালন ‘আভড়াপুণেই’
Jhargram Elephant
যার ফলে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা কার্যত হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে শম্ভু ” ও ” মীনাক্ষী” নামে দুটি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে ।আপাতত ওই দুটি কুনকি হাতি কে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তারপর ওই দুটি কুনকি হাতি দুটিকে হাতির দলকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজে লাগানো হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।
বনদপ্তরের এই পদক্ষেপে সাধারণ মানুষ হাতির তাণ্ডব থেকে কিছুটা হলেও রেহাই পাবেন বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। তবে ওই দুটি কুনকি হাতিকে দিয়ে কিভাবে হাতির দলকে নিয়ন্ত্রণ করা হবে তা এখনো জানা যায়নি। তবে এতে আদৌ কোন কাজ হবে কিনা তা জানা যাবে কিছুদিন পরে। তবে যেভাবে মার মুখী হয়ে হাতির দল প্রকাশ্য দিবালোকে দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।
আরও পড়ুন : উমার বিদায়! পুজোর কার্নিভালে মেতে উঠলেন মেদিনীপুরবাসী
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উত্যক্ত করায় ব্যক্তিকে আছড়ে মারল ক্ষুব্ধ হাতি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram Elephant
– Biplabi Sabyasachi Largest Bengali