Midnapore Durga Puja 2022 : গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি বোঝাই করে সবজি আসছে বাজারে, দোকানদাররা সবজির পসরা নিয়ে বসে আছেন, ক্রেতারা কিনছেন -এসবই ফুটিয়ে তোলা হবে মন্ডপে। প্রতিমা হবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। রবীন্দ্রনগরের পুজো এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোকে ঘিরে আয়োজকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সকালে উঠে থলে নিয়ে সবজি বাজার যাওয়া বাঙালির চিরন্তন অভ্যাস। আর বাজারের রকমারি সবজির যোগান দিচ্ছেন কৃষকরা। এই দুইয়ের মেলবন্ধন মন্ডপ ও প্রতিমায় ফুটিয়ে তুলবে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব। এবার তাদের পুজোর থিম ‘বাংলার কৃষি, বাঙালির বাজার’।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে হেরিটেজের তকমা পেল খেজুরির প্রধান ডাকঘর, খুশি সকলেই
গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি বোঝাই করে সবজি আসছে বাজারে, দোকানদাররা সবজির পসরা নিয়ে বসে আছেন, ক্রেতারা কিনছেন -এসবই ফুটিয়ে তোলা হবে মন্ডপে। মন্ডপের সামনের অংশটি গরুর গাড়ির আদলে তৈরি হয়েছে। প্রতিমা হবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। রবীন্দ্রনগরের পুজো এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোকে ঘিরে আয়োজকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
আরও পড়ুন : শরিকি বিবাদ মিটলেও হাতির হানায় মৃত পরিবারে মেলেনি চাকরি, ক্ষোভ জঙ্গলমহলে
দিনরাত চলছে মন্ডপ তৈরির কাজ। পুজো কমিটির সম্পাদক শুভজিৎ মন্ডল বলেন, “শহরের মধ্যে এই পুজোতে দর্শনার্থীদের বাড়তি কৌতূহল থাকে। সেজন্যই প্রতিবছর নতুন ভাবনা নিয়ে মন্ডপ তৈরি করতে হয়।” এবারেরও থিম সকলের ভালো লাগবে ও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Durga Puja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper