Mamata Banerjee : পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের একগুচ্ছ কর্মসূচী নিয়ে পশ্চিম মেদিনীপুরে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভব হলে ১২ সেপ্টেম্বরেই তিনি হাজির হবেন খড়্গপুর শহর সংলগ্ন শিল্পতালুকের গেষ্ট হাউসে। রাতে সেখানে থেকে পরদিন সকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা কর্মসূচী মুখ্যমন্ত্রীর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের একগুচ্ছ কর্মসূচী নিয়ে পশ্চিম মেদিনীপুরে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভব হলে ১২ সেপ্টেম্বরেই তিনি হাজির হবেন খড়্গপুর শহর সংলগ্ন শিল্পতালুকের গেষ্ট হাউসে। রাতে সেখানে থেকে পরদিন সকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা কর্মসূচী মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন : ঝাড়গ্রামে সাঁকরাইলের গ্রামে বজ্রপাতে ১১ টি গরুর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সভাস্থল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে। পরিদর্শন সেরেছেন বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হাজির হবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে। থাকবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কটেজে। পরদিন ১৩ সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের সভা রয়েছে।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে ৮০টি হাতির পাল, বাড়ি ভাঙায় আতঙ্ক, পাহারায় বনকর্মীরা
Mamata Banerjee
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতির মৃত্যু হয়েছে। তাই তাঁর শুণ্যস্থান পূরণে নতুন সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া হবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাগৃহে। সেজন্য ওইদিন পূর্ব মেদিনীপুরের ৫৬ জন জেলাপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন মুখ্যমন্ত্রী। রাতে থাকছেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কটেজেই।
আরও পড়ুন : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা?” দাসপুরের সভায় অভিষেক ব্যানার্জীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
১৪ সেপ্টেম্বর ফের পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা। তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে সভা করে পুনরায় ওইদিন ফিরবেন খড়্গপুরে। ১৫ সেপ্টেম্বর অনুরুপ প্রশাসনিক সভা করবেন খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাস্থলে। সেখান বিভিন্ন উদ্বোধন, শিলান্যাস ছাড়াও পরিষেবা বিলি করা হবে।
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
দেওয়া হবে বিভিন্ন চাকরী প্রার্থীদের নিয়োগপত্রও। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-“অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি বলেন, “পুজোর আগে দুই জেলার একাধিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। এর দ্বারা সামনের নির্বাচনের জন্য কর্মীদের মনোবল আরও খানিকটা বাড়িয়ে, বিরোধীদের ঝামা ঘষে যাবেন।”
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper