ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল এনআইএ-র বিশেষ আদালত। শুক্রবার তার জামিনের মেয়াদ শেষে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। তার আগে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লেন ছত্রধর মাহাত। এদিন বিকেলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো গত শনিবার (২ রা জুলাই) দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান। লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগও দেন। শুক্রবার তার কলকাতার এনআইএ-র বিশেষ আদালতে গিয়ে হাজির হওয়ার কথা। তার আগেই বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকেরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, বুকে ব্যথা অনুভব করেন ছত্রধর। তবে ছত্রধরের হাসপাতালে ভর্তিকে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, “আগামীকাল তাকে জেলে যেতে হবে তাই তার আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এটা তৃণমূলের ট্র্যাডিশন।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore