Midnapore Rath Yatra : রাস্তাজুড়ে থিকথিকে মানুষের ঢল, প্রত্যেকের রথের রশি ছোঁয়ার আপ্রাণ চেষ্টা, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, এছাড়া কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার ভক্তিভরে প্রণাম সেরে নিচ্ছেন। মেদিনীপুর শহরে রথের শোভাযাত্রা চিত্র ছিল মোটামুটি এমনই।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তাজুড়ে থিকথিকে মানুষের ঢল, প্রত্যেকের রথের রশি ছোঁয়ার আপ্রাণ চেষ্টা, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, এছাড়া কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার ভক্তিভরে প্রণাম সেরে নিচ্ছেন। মেদিনীপুর শহরে রথের শোভাযাত্রা চিত্র ছিল মোটামুটি এমনই। করোনা অতিমারির কারণে দু’বছর রথের শোভাযাত্রা হয়নি। শহরের রথযাত্রা প্রায় ২২৬ বছরের প্রাচীন।
এবার করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হওয়ায় সর্বত্র রথের শোভাযাত্রা হচ্ছে ধুমধাম করে। শহরের রথযাত্রা প্রায় ২২৬ বছরের প্রাচীন। শহরের এই রথযাত্রা নিয়ে শহরবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। জগন্নাথ মন্দির সংস্থার কমিটির পরিচালনায় এই রথের শোভাযাত্রা অন্যান্যবারের থেকে এবারে বেশি বর্ণাঢ্য হয়।
আরও পড়ুন : কেশপুর কলেজে ছাত্র-ছাত্রীদের সামনেই অধ্যক্ষের সঙ্গে অধ্যাপকের ধ্বস্তাধ্বস্তি
Rath Yatra 2022
রথ যাত্রার সূচনা করেন বিধায়ক অজিত মাইতি, জেলাশাসক আয়েষা রানি ও পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন সকাল থেকেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের পুজোর্চনা, বেদ পাঠ, কীর্তন হয়। সকাল থেকেই ভক্তরা দলে দলে এসে পুজো দিয়ে যান।
আরও পড়ুন : মাস্টার প্ল্যানের আর্থিক অনুমোদন কেন্দ্রের, দ্রুত কাজ শুরুর দাবি ঘাটালবাসীর
বিকেল ৫ টার মধ্যে রথের শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় বলভদ্রর তালধ্বজ রথ, সুভদ্রার দেবদলন রথ এবং জগন্নাথের নন্দীঘোষ রথ ছাড়াও ছিল বেশ কয়েকটি কীর্তনের দল, আদিবাসী নৃত্য, ঝুমুর, ছৌনৃত্য, বেশ কয়েকটি ব্যান্ড, বিভিন্ন দেবদেবীর মূর্তি।
রথের গোটা যাত্রাপথে রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ, ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে দাড়িয়ে ছিলেন রথের শোভাযাত্রা দেখার জন্য।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rath Yatra 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore