Vidyasagar University : অনলাইনে পরীক্ষার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। শুক্রবার বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা গেট ঘিরে বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের দাবি লিখিত আকারে জমা পড়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনলাইনে পরীক্ষার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। শুক্রবার বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা গেট ঘিরে বিক্ষোভ দেখান। সাময়িক ভাবে বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং বেরোনো বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে সিল অবৈধ ৫০ টি কাঠ মিল
তাদের দাবি, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। যার জন্য অধিকাংশ বিভাগের সিলেবাস সম্পূর্ণ হয়নি। অনলাইনে পরীক্ষা হলে সম্পূর্ণ সিলেবাসে তারা পরীক্ষা দিতে পারবে। তবে এর আগেও ছাত্র ছাত্রীরা তাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন নিবেদন করেছিল অনলাইনে পরীক্ষা দাবিতে।
Vidyasagar University
বিক্ষোভকারী পড়ুয়ারা বলেন, আমরা আবেদন জানানোর পরও কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং অফলাইনে পরীক্ষার কথা বলেছেন। এদিন আবার অনলাইন পরীক্ষার দাবিতে আমরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের দাবি লিখিত আকারে জমা পড়েছে। আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন : ‘ডাক্তার হতে চাই’ ! মাধ্যমিকে দশম হয়ে প্রতিক্রিয়া ঝাড়গ্রামের অরিত্রের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore