Illegal Tree Cutting : দিনকয়েক আগে কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরিতে থেকে বেশ কিছু নিম, বনশিরীষ ও কাজু গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়। গড়বেতার পর অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ওঠে মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরিতে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গড়বেতার পর অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ওঠে মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরিতে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত কোটাল। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। দিনকয়েক আগে কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরিতে পঞ্চায়েতের কাজু বাগান থেকে বেশ কিছু নিম, বনশিরীষ ও কাজু গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়।
আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের
তবে তা পাচারের আগেই উদ্ধার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনা জানতে পেরে থানাতে অভিযোগ জানিয়েছিল কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ কর্মকার। গাছগুলি উদ্ধার করে তদন্তে নামে গুড়গুড়িপাল থানার পুলিশ। তারপর ওই এলাকা ঘুরে গিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরাও। গড়বেতায় গাছ কাটার ঘটনায় পুলিশ দেরিতে ‘অ্যাকশন’ নিয়েছিল বলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাই কোনোরকম দেরি না করেই দ্রুত পদক্ষেপ পুলিশের।
আরও পড়ুন : সরকারি গাছ চুরির অপরাধে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার যুবক
জানা গিয়েছে, এই ঘটনায় জয়ন্ত ছাড়া আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হলে ১৪ দিন নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে এখনও অধরা মূল অভিযুক্ত। সূত্রের খবর, জয়ন্ত পুলিশকে জানিয়েছে সে কাঠুরিয়া হিসেবে বেতন নিয়ে গাছগুলি কেটেছে। তাকে কেউ নির্দেশ দিয়েছিল গাছগুলি কাটতে। তবে যে বা যারা নির্দেশ দিয়েছিল তাদের খোঁজে জোর তল্লাশি পুলিশের।
আরও পড়ুন : একেবারে আলাদা ভূমিকায় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার, মন জিতে নিলেন সকলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal Tree Cutting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore